দুই অ্যাসিস্ট্যান্ট সুপারের মধ্যে মারামারির ঘটনা ঘটল রামপুরহাট মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় দুই মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার মধুরিমা গুহ রায় ও শ্রীলেখা দাস একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। হাসপাতাল সুপার হিমাদ্রি হালদার বলেন, “অ্যাসিস্ট্যান্ট সুপার মধুরিমা গুহ রায় গতকাল কাজে আসার পরে জানতে পারেন, তাঁর হাজিরা খাতায় অনুপস্থিতি দেখানো হয়েছে। পরবর্তীতে তাঁর সঙ্গে আর এক অ্যাসিস্ট্যান্ট সুপার শ্রীলেখা দাসের সঙ্গে ঝামেলা বাধে। দু’জনকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীলেখা দাস বেরিয়ে যান। পরে শুনি শুক্রবার স্বাস্থ্য ভবনে আর এক অ্যাসিস্ট্যান্ট সুপার সুদীপ্ত মণ্ডলের বিরুদ্ধে কু-প্রস্তাবে সায় না দেওয়ায় অভিযোগ করেছেন শ্রীলেখা দাস।” শ্রীলেখা দাস অবশ্য দাবি করেন, “কাউকে মারধর করিনি। সুদীপ্ত মণ্ডলের হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন সকলে। আলোচনার সময়ে আমি বেরিয়ে যাইনি।” মধুরিমা গুহ রায়ের অভিযোগ, “গতকাল অফিসে এসে দেখি আমার হাজিরা খাতায় অনুপস্থিতি দেখানো আছে। পরে জানতে পারি এটা শ্রীলেখা করেছে।” অন্য দিকে, সুদীপ্তবাবু বলেন, “শ্রীলেখা দাস হাসপাতালে কতদিন কাজে এসেছে তা সকলেই জানেন। আসলে উনি যেখানেই কাজ করেছেন সেখানেই কোনও অঘটন ঘটিয়ে এসেছেন।” সুদীপ্তবাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে বলে পুলিশ জানিয়েছে।
|
অসুস্থতা জনিত কারণে মৃত্যু হল এক কংগ্রেস প্রার্থীর। শুক্রবার মুরারই থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের চাতরা বাজার সংসদের প্রার্থী নুরুল ইসলামের (৬৫) মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে। দীর্ঘদিন তিনি ওই পঞ্চায়েতের প্রধান ছিলেন। এর জেরে ওই সংসদে গ্রাম পঞ্চায়েতের আসনের নির্বাচন স্থগিত করে দিল প্রশাসন।
|
পঞ্চায়েত নির্বাচনের আগে রামপুরহাট থানার বগটুই গ্রাম থেকে ১২টি বোমা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পূর্বপাড়া থেকে বোমাগুলি উদ্ধার হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। |