সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সম্মেলনের ফাঁকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মনমোহন সিংহের প্রথম বৈঠকটি হতে পারে। ব্রুনেই-এ বিদেশমন্ত্রী সলমন খুরশিদ ও পাক প্রধানমন্ত্রীর বিদেশনীতি উপদেষ্টা সরতাজ আজিজের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আজ বিশেষ দূত হিসাবে প্রাক্তন পাক বিদেশসচিব শাহরিয়র খানকে নয়াদিল্লি পাঠিয়েছেন নওয়াজ শরিফ। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করে তাঁর হাতে শরিফের একটি চিঠি দিয়েছেন শাহরিয়র। সূত্রের খবর, আসন্ন বৈঠকের প্রস্তুতি এ ভাবেই শুরু হয়ে গেল। খুরশিদের সঙ্গে আলোচনার পরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে মনমোহন-নওয়াজ বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন সরতাজ। বিষয়টি নিয়ে সাউথ ব্লক অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ওই সম্ভাব্য বৈঠকটিকে পাকা করতেই শাহরিয়র দিল্লি এসেছেন। প্রধানমন্ত্রী ছাড়াও তিনি বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত সতীন্দ্র লাম্বার সঙ্গে। তখতে বসার পরই নওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর দেশে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। কিন্তু মুম্বই সন্ত্রাসে অভিযুক্তদের বিরুদ্ধে হাতে কলমে কোনও ব্যবস্থা না নিলে প্রধানমন্ত্রীর পক্ষে যে পাক সফরে যাওয়া সম্ভব নয়, তা বুঝিয়ে দেওয়া হয়েছে ইসলামাবাদকে। তবে তৃতীয় কোনও দেশে আলোচনার সুযোগ এলে তার সুযোগ নিতে চায় ভারত। |