টুকরো খবর
১৭ কোটিতে বিকোল ডিনার সেট
পাটিয়ালার মহারাজ ভূপেন্দ্র সিংহের ডিনার সেট। ছবি ক্রিস্টির সৌজন্যে।
নব্বই বছর আগের একটা ডিনার সেট। ব্রিটিশ নিলাম সংস্থা ক্রিস্টিতে শুক্রবার বিক্রি হল ১৭ কোটি টাকায়। ১৯২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রিন্স এডওয়ার্ডের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন পাটিয়ালার মহারাজ ভূপেন্দ্র সিংহ। তখনই সোনার জলে মোড়া রুপোর এই ডিনার সেটটি লন্ডন থেকে আনিয়েছিলেন তিনি। ওজন ৫০০ কেজি। থালা-বাটি-চামচ ইত্যাদির মোট সংখ্যা ১৪০০। সাহেব-সুবো অভ্যাগতদের কথা মাথায় রেখেই পুরোদস্তুর ইংরেজ ডিনার সেটটিতে রয়েছে ১৬৬টা কাঁটা, ১১১টা মিষ্টি খাওয়ার ছোট কাঁটা, ১১১টা মিষ্টি খাওয়ার ছোট চামচ, ২৭টা স্যুপ খাওয়ার চামচ, ৬ জোড়া স্যালাড তোলার চামচ, ৬ জোড়া অ্যাসপারাগাস তোলার চিমটে, তিন জোড়া আঙুর কাটার কাঁচি, ১০৭টা ছুরি, ৭৪টা চিজ কাটার ছুরি ও ৩৭টা ফল কাটার ছুরি। এক রাশিয়ান এই ডিনার সেটটি কিনেছেন বলে ক্রিস্টি সূত্রে খবর।

পড়াশোনার অপরাধে বরের হাতে খুন
বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও পড়াশোনা চালিয়ে যাওয়ার অপরাধে হবু বরের হাতেই খুন হলেন পাকিস্তানি মেয়ে সায়েরা। নিস্তার পেলেন না তাঁর বোনও। বৃহস্পতিবার দিনেদুপুরে ঘটনাটি ঘটে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মারডান জেলায়। সায়েরার বাবা জানিয়েছেন, দু’মাস আগে বিয়ে ঠিক হয় তাঁর মেয়ের। শ্বশুরবাড়ির তরফে বেশ কিছু দিন ধরেই চাপ আসছিল পড়াশোনা বন্ধ করার। সায়েরা অবশ্য তা মানতে চাননি। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই সায়েরার বাড়িতে দলবল নিয়ে হাজির হয় পাত্রপক্ষ। ইতস্তত গুলি চালাতে থাকে বর নিজেই। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সায়েরার বোনের। সায়রাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ঘণ্টাখানেক পর মৃত্যু হয় তাঁরও।

বোমা বিস্ফোরণে হত একুশ
তখন দুপুর সাড়ে বারোটা। মধ্য আফগানিস্তানের পুলিশ ব্যারাকের খাবার ঘর ভিড়ে ঠাসা। হঠাৎই প্রচণ্ড আওয়াজ। এক আত্মঘাতী জঙ্গির ঘটানো বিস্ফোরণের জেরে নিহত হলেন ১২ জন পুলিশ। অন্য দিকে, বালুচিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হলেন ছয় নিরাপত্তা রক্ষী-সহ ন’জন। গুরুতর আহত ১৯ জন। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার বালুচিস্তানের চমন এলাকায়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। তবে পুলিশের অনুমান, আফগান সীমান্তের কম্যান্ডার আখতার মহম্মদকে মারতেই দ্বিতীয় হামলাটি হয়েছিল।

দুশ্চিন্তা অমূলক
বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার দেখা করে তাঁর হাতে একটি চিঠি তুলে দিলেন ভারতের হাইকমিশনার পঙ্কজ সারন। দ্বি-পাক্ষিক বিভিন্ন বকেয়া বিষয় নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন খালেদা। তা যে অমূলক, তা ই জানানো হয়েছে চিঠিতে। এ কথা জানান, খালেদার আহ্বায়ক এবং প্রাক্তন বিদেশসচিব রেজা রহমান।

গ্রেফতার এক
বিমানের ককপিট ভাঙার চেষ্টার অভিযোগে বছর তিরিশের এক ব্যক্তিকে গ্রেফতার করল অস্ট্রেলীয় পুলিশ। সিডনি থেকে ফিলিপিন্সগামী এক বাণিজ্যিক বিমানে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.