কালনা পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ছাগল নিয়ে এসে পুরসভায় বিক্ষোভ দেখালেন ১১ নম্বর ওয়ার্ডের শ্যামরাইপাড়ার কিছু বাসিন্দা। শুক্রবার বিকেলের ঘটনা। অভিযোগ, ২ জুলাই এলাকার একটি বিষয় নিয়ে স্মারকলিপি দিয়ে পুরসভাকে ব্যবস্থা নিতে বলেছিলেন তাঁরা। পুরসভা কেন এখনও কোনও ব্যবস্থা নেয়নি, তা জানতে এ দিন বিশ্বজিৎবাবুর সঙ্গে দেখা করতে যান শ্যামরাইপাড়ার কয়েক জন। তখন বিশ্বজিৎবাবু তাঁদের ‘ছাগল’ সম্বোধন করেছেন। তার জেরেই এই বিক্ষোভ।
স্থানীয় সূত্রে খবর, শহরের ১১ নম্বর ওয়ার্ডের শ্যামরাইপাড়ার একটি রাস্তা ঢালাইয়ের কাজ চলছে। অভিযোগ, স্বপন দত্ত নামে এক স্থানীয় বাসিন্দা পুরসভার অনুমতি ছাড়াই বাড়ির সামনের ওই রাস্তায় তিনটে লোহার পাইপ লাগিয়েছেন। ২ জুলাই বিষয়টি নিয়ে বাসিন্দারা পুরসভাকে স্মারকলিপি দিয়ে জানায়, ওই পাইপ লাগানোয় রাস্তা বিপজ্জনক হয়ে পড়েছে। পাইপ থেকে যে কোনও সময়ে বড় দুর্ঘটনার সম্ভবনা। পুরসভা সূত্রে খবর, শুক্রবার দুপুরে শ্যামরাইপাড়ার কয়েক জন বাসিন্দা বিষয়টির কোনও প্রতিকার হচ্ছে না কেন, তা জানতে বিশ্বজিৎবাবুর কাছে গিয়েছিলেন। সে সময়েই বিশ্বজিৎবাবু তাঁদের উদ্দেশ্যে কটূক্তি করেন বলে অভিযোগ।
বিশ্বজিৎবাবু বলেন, “একটি গুরুত্বপূর্ণ কাজে আজ আমি ব্যস্ত ছিলাম। ২ তারিখ শ্যামরাইয়ের বাসিন্দারা কী অভিযোগ করেছিলেন, তা আমার জানা ছিল না। তা সত্ত্বেও কয়েক জন আমায় বিরক্ত করছিলেন। তখন আমি কিছু অপ্রীতিকর কথা বলে ফেলেছি। কিন্তু কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না আমার।” তিনি আরও জানান, শ্যামরাইয়ের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুরসভা তদন্ত শুরু করেছে। |