সিপিএমের পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রার্থী ও প্রার্থীর দাদা-সহ চার জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের ভূতবাংলা এলাকার ঘটনা।
বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী রণজিৎ ঘোষ বৃহস্পতিবার রাতে জামুড়িয়া থানায় অভিযোগে জানান, এ দিন রাতে তৃণমূল নেতা সুকু ভট্টাচার্য, তাপস সরকারের নেতৃত্বে জনা পাঁচেক তৃণমূল কর্মী তাঁর বাড়িতে চড়াও হয়। কেন্দা ফাঁড়ির এক পুলিশকর্তা ডাকছেন বলে তাঁদের দরজা খুলতে বলেন তাঁরা। অভিযোগ, দরজা খুলতেই রণজিৎবাবুকে ধাক্কা মেরে ফেলে দেয় তৃণমূলের লোকেরা। বাঁচাতে গেলে তাঁর দাদা অভিজিৎ ঘোষকে বেধড়ক মারধর করা হয়। গণ্ডগোল শুনে সঞ্জীব রায় ও ভরত গোপ নামে স্থানীয় দুই সিপিএমকর্মী বেরিয়ে আসেন। কেন মারধর করা হচ্ছে জানতে চাইলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। সুকুবাবু ও তাপসবাবু অভিযোগ অস্বীকার করেছেন। যদিও প্রদেশ তৃণমূলের সদস্য মুকুল বন্দ্যোপাধ্যায়ের দাবি, ওই রাতে ভূতবাংলায় তাঁদের পঞ্চায়েত প্রার্থী নাথনী দুসাদের বাড়িতে সঞ্জীববাবু ও ভরতবাবুরা হামলা চালিয়েছেন। জামুড়িয়া থানায় অভিযোগ করেছেন নাথনীবাবু। সঞ্জীব ও ভরত তা অস্বীকার করেছেন।
রণজিৎবাবু জানান, এ দিন হামলার খবর পেয়ে পরে এলাকার লোকজন ও পুলিশও ঘটনাস্থলে এলেই তৃণমূলের লোকজন পালিয়ে যায়। রণজিৎবাবু ছাড়া বাকি তিন জন রানিগঞ্জের এক নার্সিংহোমে ভর্তি। পুলিশ জানায়, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |