বোমাবাজি, হুমকিতে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
সিপিএম ও সিপিআইএমএলের পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া-সহ বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তারা পাণ্ডবেশ্বরের বাউড়িপাড়া ও রুইদাসপাড়ায় সন্ত্রাস চালায় বলেও পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ হয়েছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। সিপিএমের দামোদর অজয় জোনাল কমিটির সম্পাদক তুফান মণ্ডল জানান, শুক্রবার সন্ধ্যায় ফুলবাগান মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে টাঙানো তাঁদের পতাকা খুলে নেয় তৃণমূল। সিনেমা মোড়ে সেগুলিতে আগুন লাগিয়ে দেয় তারা। কিছুক্ষণ পর বাউড়িপাড়ায় সিপিআইএমএল অফিসের সামনে দশ-বারোটা বোমাও ফাটানো হয়। রুইদাসপাড়ায় ভোটের প্রচারে গেলে সিপিএম সমর্থকদের উদ্দেশ্যে ‘দেখে নেওয়ার হুমকি’ও দেওয়া হয় বলে দাবি। তবে তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী পাণ্ডবেশ্বর থানায় পাল্টা অভিযোগ করেন, রুইদাসপাড়ায় তাদের বেশ কিছু পতাকা পুড়িয়েছে সিপিএম। বাধা দিতে গিয়ে মার খেয়েছেন তাদের এক কর্মী। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
প্রতারণা চক্রের ২ পাণ্ডা ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করায় দু’জনকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের নাম রঞ্জিৎ হাজরা ও সঞ্জীব হাজরা। পুলিশ জানায়, রেল ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি দেওয়ার নাম করে টাকা নিত একটি চক্র। এই দু’জন সেই চক্রেরই পাণ্ডা। এক প্রতারিতের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ আসানসোলের আশ্রম মোড় এলাকা থেকে ওই চক্রটিকে ধরেছে বলে জানায়। আসানসোলের এসিজিএম শুক্রবার সঞ্জীবকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, এই চক্রটি টাকা নিয়ে রেল ও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত খনিতে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিত বলে অভিযোগ। এই চক্রের সঙ্গে জড়িত আরও ৫ জনকে খোঁজা হচ্ছে।
|
প্রতীকে গোবর
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূলের দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। জামুড়িয়ার ধাসনা গ্রামের ঘটনা। জামুড়িয়া ব্লক তৃণমূলের সভাপতি তাপস চক্রবর্তীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে সিপিএমকর্মীরা দেওয়ালে আঁকা তাঁদের দলীয় প্রতীকে গোবর লেপে দিয়েছে। জামুড়িয়া থানায় তারা অভিযোগ দায়ের করেছেন বলে জানান। সিপিএম অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
কয়লা আটক, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সালানপুরের একটি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ মেট্রিক টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিমল পাল ও অশোক বাউড়ি নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। কারখানার মালিক-সহ আরও চার জন পলাতক। কমিশনারেটের এসিপি (পশ্চিম) তন্ময় মুখোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সদলবলে আল্লাডির ওই কারখানায় অভিযান চালান তিনি। |