বাঁকুড়ায় আক্রান্ত তৃণমূল প্রার্থী |
পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে সন্ত্রাস চলছে জেলাগুলিতে। বাঁকুড়ায় দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হলেন তৃণমূল পঞ্চায়েত প্রার্থী অসীম পাঠক। গতকাল দলীয় সভা থেকে ফেরার পথে মুখে কাপড় বাঁধা ২০-২৫ জনের একটি দল হঠাত্ই হামলা চালায় অসীমবাবুর উপর। প্রথমে লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয় ও পরে ভোজালি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে তৃণমূল সূত্রে খবর। গুরুতর জখম অবস্থায় অসীমবাবুকে প্রথমে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনার পিছনে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ। ইন্দপুর থানায় স্থানীয় সিপিএম কর্মী ও নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বর্ধমানে আদিবাসী মহিলাকে ধর্ষণ |
কামদুনির রেশ মেলাতে না মেলাতেই ফের ধর্ষণের অভিযোগ। অভিযোগটি উঠেছে বর্ধমানের ডাঙাপাড়ায়। গতকাল রাতে এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করে কয়েকজন দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাত আটটা নাগাদ মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার চালানো হয়। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর অচেতন অবস্থায় মহিলাটিকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করেন এলাকার বাসিন্দারা। মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। আদিবাসী মহিলাটি সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা বলে দাবি সিপিএমের। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। আজ বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার পরিবারের লোকজন। তবে পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকে ধরা যায়নি।
|
ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত শিক্ষক |
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ধরা পড়লেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে গিরীশ পার্কে। মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাকাডেমি নামক কোচিং সেন্টারের শিক্ষক সুখদেও সিংহকে গতকাল রাতেই গ্রেফতার করেছে পুলিশ। এই কোচিং সেন্টারেই পড়ত ছাত্রীটি। ক্লাসের পরে তার সঙ্গে অশালীন আচরণ করেন ওই শিক্ষক বলে অভিযোগ ছাত্রীটির পরিবারের লোকজনের। গতকাল গভীর রাতে হুগলির হিন্দমোটরে নিজের বাড়ি থেকেই সুখদেওবাবুকে গ্রেফতার করে গিরীশ পার্ক থানার পুলিশ। আজ তাঁকে আদালতে তোলা হবে। |