টুকরো খবর
ফুরিয়েছে স্যালাইন, বিপাকে রোগীরা
হাসপাতালে মজুত করা স্যালাইন এবং বেশ কিছু ওষুধ ফুরিয়ে যাওয়ায় অনেক রোগীকেই বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ। শিলিগুড়ি জেলা হাসপাতালের ওই পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। আপাতত স্থানীয় ভাবে সে সব কিনে পরিস্থিতি সামলাতে হচ্ছে। সময় মতো তা না পেয়ে গরিব পরিবারের রোগীর আত্মীয়রা অনেক ক্ষেত্রেই নার্স, চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন। হাসপাতালে স্যালাইন না থাকলে তারাও কিছু করতে পারছেন না। রাজ্যের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “ইতিমধ্যেই হাসপাতালের জন্য প্রয়োজনীয় স্যালাইন এবং ওষুধের বরাত দেওয়া হয়েছে। দরপত্র ডেকে কেন্দ্রীয় ভাবে সেই বরাত পাঠানো হয়। সেই মতো স্যালাইন এবং ওষুধ আসতে সময় লাগছে। শীঘ্রই সমস্যা মিটে যাবে।” আপাতত স্থানীয় ভাবে স্যালাইন এবং ওষুধ কিনে পরিস্থিতি সমাল দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের সুপার সঞ্জীব মজুমদার।

মিড-ডে মিল খেয়ে অসুস্থ
মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল নব্বই জন ছাত্র। বুধবার দুপুরে রামনগর ২ ব্লকের পালধুই অঞ্চলের গোবিন্দপুর মিলনী বিদ্যাপীঠে ঘটনাটি ঘটে। অসুস্থ ছাত্রদের বালিসাইতে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন স্থানীয় তৃণমূল বিদায়ক অখিল গিরি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ মান্না জানান, বুধবার দুপুরে স্কুলে একশো নব্বই জন ছাত্র মিড ডে মিলের খাবার খায়। তার মধ্যে নব্বই জনকে স্কুলের শিক্ষক ও স্থানীয় গ্রামবাসীরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। অসুস্থ ছাত্রদের মধ্যে ১৭জন বাদে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ১৭জন ছাত্রকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। মিড ডে মিলের খাবার খেয়ে ছাত্রদের অসুস্থ হওয়ার কারণ স্কুল কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখবে বলে বিদ্যালয়ের সম্পাদক পার্থসখা গিরি জানিয়েছেন।

গর্ভপাত নিয়ে প্রথম ধাপ
গর্ভপাত আইনসিদ্ধ করার ব্যাপারে প্রথম ধাপ পেরোল আয়ার্ল্যান্ড। গর্ভপাত বিষয়ক বিলটি দেশের আইনসভায় ১৩৮-২৪ ভোটে পাশ হয়ে গিয়েছে। এটিকে আইনে পরিণত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহে। গত বছর গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসককে গর্ভপাত করানোর অনুরোধ করেন ভারতীয় বংশোদ্ভূত দন্ত চিকিৎসক সবিতা হালাপ্পানাভার। কিন্তু আয়ার্ল্যান্ডে গর্ভপাত আইনসিদ্ধ না হওয়ায় চিকিৎসকেরা রাজি হননি। সেপ্টিসেমিয়ায় মারা যান সবিতা। চিকিৎসকেদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন সবিতার স্বামী। এর পরেই দেশে গর্ভপাতকে আইনসম্মত করার দাবি ওঠে।

পুরনো খবর:
শিশুবদলের নালিশ
হাসপাতালে সদ্যোজাত শিশু বদলের অভিযোগে মহকুমা হাসপাতালে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান পরিবারের লোক। মঙ্গলবার রাতে মাথাভাঙা কুর্শামারির বিউটি বিবি প্রসব করেন। সদ্যোজাত অসুস্থ হওয়ায় জেলা হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, রেফার নথিতে শিশুপুত্র উল্লেখ করা হলেও কোচবিহারে তাঁরা দেখেন সেটি কন্যা।

নার্সিংহোমে হামলা
বেলেঘাটার একটি নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার শ্যামল দে নামে এক যুবককে অচৈতন্য অবস্থায় ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। নার্সিংহোম-কর্তৃপক্ষের দাবি, এক ঘণ্টা আইসিইউ-এ থাকার পরে জ্ঞান ফিরলে শ্যামলবাবু জোর করে বেরিয়ে যান। কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ দেখান তাঁর আত্মীয়স্বজন। পুলিশ জানায়, ওই এলাকাতেই শ্যামলবাবুকে দেখতে পেয়ে কয়েক জন পরিচিত যুবক তাঁকে এনআরএসে নিয়ে যান। সেখানে চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.