সাইকেল চুরিকে কেন্দ্র করে স্কুলে তালা ছাত্রদের
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা |
স্কুল চত্বর থেকে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দেগঙ্গার সুবর্ণপুর হাইস্কুলে। স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই বারবার চুরির ঘটনা ঘটছে এই অভিযোগে স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্ররা। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। স্কুল সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার ওই স্কুলে অনেক দূর থেকে সাইকেল চালিয়ে পড়াশুনা করতে আসেন ছাত্রছাত্রীরা। গত কয়েক মাস ধরে ওই স্কুলে বেশ কয়েকটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দ্বাদশ শ্রেণির ছাত্র মঞ্জুর আলমের সাইকেল স্কুলচত্বরের মধ্যে থেকেই চুপি হয়ে যায়। ওই ছাত্রের দাবি, চুরির কথা জানতে পেরে প্রধান শিক্ষক প্রথমে সাইকেল কিনে দেবেন বললেও পরে অস্বীকার করেন। স্কুলের সহ প্রধান শিক্ষিকা সোনালি মুখোপাধ্যায় বলেন, “স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী দরিদ্র পরিবার থেকে আসে। সাইকেল চুরি হলে তাদের পক্ষে কেনা মুশকিল এটা আমরা বুঝি। আগে সাইকেল চুরি যাওয়া কয়েকজনকে নতুন সাইকেল কিনে দেওয়া হয়। কিন্তু প্রতিবার কিনে দেওয়ার মতো ক্ষমতা স্কুলের নেই।” স্কুল কর্তৃপক্ষ সাইকেল রাখার জন্য একটি গ্যারাজ ও সেখানে প্রহরী বসানোর কথা ভেবে দেখছে।
|
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
বছর তেরোর নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। বুধবার ফলতা ব্লকের সুজাপুর গ্রামের ঘটনা। কুলপির রঘুনাথপুরের বাসিন্দা দিনমজুর সুশীল সর্দারের সঙ্গে ৫ জুলাই ওই নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল। এ দিন সকালে স্থানীয় সূত্রে সে খবর জানতে পেরে পুলিশ ওই নাবালিকার বাড়িতে যায়। কুলপির বিডিও সেবানন্দ পন্ডা বলেন, “পাত্র-পাত্রীর বাড়িতে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করতে বলে। দুই পরিবারই তা মেনে বিয়ে বন্ধ করে দেয়।”
|
এটিএম থেকে টাকা লুঠ
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর
|
এটিএম থেকে কারসাজি করে গ্রাহকের টাকা তুলে নিল দুষ্কৃতীরা। বুধবার স্বরূপনগরের হাকিমপুরে বাসিন্দা তপন পালের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্বরূপনগরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে প্রায় ৩২ হাজার টাকা জমা রেখেছিলেন তপন পাল। মাস দেড়েক আগে বসিরহাটে গিয়ে টাকার প্রয়োজন হওয়ায় সেখানে ওই ব্যাঙ্কের এটিএম থেকে দু’হাজার টাকা তোলেন তপন। তারপর এ দিন টাকা তুলতে গিয়ে দেখেন, তাঁর অ্যাকাউন্টে মাত্র ১০০ টাকা পড়ে আছে। পুলিশের কাছে অভিযোগে তপন জানান, বসিরহাটে এটিএম থেকে টাকা তোলার সময় তাঁর পাশে দাঁড়িয়ে ছিল দুই যুবক। পুলিশের অনুমান, তারাই এই কারসাজি করে থাকতে পারে।
|
ব্যবসায়ীর টাকা লুঠ
নিজস্ব সংবাদদাতা • মিনাখাঁ |
এক ব্যবসায়ীর মাথায় রিভলভার ধরে আড়াই লাখ টাকা ছিনিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মিনাখাঁ থানার ঘুসিঘাটায়। ঘটনার পরেই মিনাখাঁ থানায় ওই ঘটনার লিখিত অভিযোগ করেন ওই ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের সোলাদানার হরিহরপুরে বাড়ি গফুর গাজি নামে ওই ব্যবসায়ীর। এ দিন সকালে টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে তিনি যাচ্ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। সকাল সাড়ে ৭টা নাগাদ বাসন্তী রোড দিয়ে যাওয়ার সময় ঘুসিঘাটার কাছে দুটি মোটরসাইকেলে আসা চারজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। টাকার ব্যাগ দিতে না চাইলে তাঁরা ওই ব্যবসায়ীকে রিভলভার দিয়ে মাথায় আঘাত করে এবং খুনের হুমকি দেয়। তারপর তাঁর ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
শিশু উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
|
জনতার তৎপরতায় দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার হল ছ’বছরের এক শিশু। সোমবার সন্ধ্যায় বসিরহাটের ইছামতী সেতুর কাছে দুই যুবকের সঙ্গে সীমান্তগামী বাসে উঠছিল ওই শিশুটি। পুলিশ জানিয়েছে, শিশুটির নাম মিঠুন মণ্ডল। বাসন্তীর জীবনতলায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় জনতা ওই যুবকদের ঘিরে ধরে। বেগতিক দেখে ওই দুই যুবক পালিয়ে যায়। বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
|
ডুবে মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
বাড়ির পাশে পুকুরের জলে ডুবে মৃত্যু হল শিশুর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাবরা থানার বাউগাছি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোহান মণ্ডল (২)। এ দিন বাড়ির সামনে খেলার সময় পা পিছলে পুকুরে পড়ে যায় সে।
|
গ্রেফতার প্রতারক
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার নাম করে মিথ্যা কথা বলে টাকা হাতানোর অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল জনতা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাটের চৌমাথার বর্ণালী পাড়ায়।
|
তাল গাছ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দমকল গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মোমিন গাজি(২৮)। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। |