ভোটের নির্ঘণ্ট ঘোষনা হতেই ডোমকলে শুরু হয়েছে চেনা রাজনৈতিক সংঘর্ষ। রাজনৈতিক শক্তিগুলি বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সোমবার ইসলামপুরে কংগ্রেস সমর্থকদের সিপিএমের লোকজন চমকায় বলে অভিযোগ কংগ্রেসের। শোধ নিতে তক্কে তক্কে ছিল কংগ্রেস। বুধবার ওই সিপিএম সমর্থকরা কংগ্রেস প্রভাবিত এলাকায় গেলে দু’দলের মধ্যে শুরু হয় বচসা। তখন তাদের এক মহিলা সমর্থককে নিগ্রহ করা হয় বলে দাবি কংগ্রেসের। এ নিয়ে নিমিষের মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। মুড়ি মুড়কির মতো বোমা গুলি পড়তে থাকে। দু’পক্ষের সংঘর্ষে জখম হন ১৮ জন। তাঁদের মধ্যে ১৪ জনের চিকিৎসা চলছে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকি ৪ জনকে ডোমকল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিপিএমের দাবি, জখমদের মধ্যে সিংহভাগই তাদের সমর্থক। কংগ্রেসের দাবি, আহতদের মধ্যে ৪ জন তাদের সমর্থক। জেলা পুলিশ সুপার সুপার হুমায়ুন কবীর বলেন, “দু’দলের সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন। সিপিএমের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ঘটনায় এখনও অবধি ৬ জনকে আটক করা হয়েছে।” সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ন দাস বলেন, “ওই মহিলাকে আমাদের দলের কেউ নিগ্রহ করেনি। উনি সাইকেলের ধাক্কায় জখম হয়েছেন। কংগ্রেস ওই ঘটনাকে রাজনীতির রং লাগিয়েছে।” কংগ্রেসের তরফে পাল্টা অভিযোগ তুলে রানিনগর-১ ব্লক কংগ্রস সভাপতি নারায়ণ দাসের বক্তব্য, “সিপিএম পুরোনো কায়দাতেই আমাদের কর্মীদের মারধর করছে। এ দিন আমাদের কর্মীরা প্রতিরোধ করেছে মাত্র।” |