শ্লীলতাহানি রুখতে গিয়ে জখম দুই দাদা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
শ্লীলতাহানির হাত থেকে বোনকে বাঁচাতে গিয়ে এক যুবকের ছুরিকাঘাতে গুরুতর জখম হলেন কিশোরীর দুই দাদা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার অর্জুনপুরের কাছে চাষেরপাড়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক জিতেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, ওই গ্রামেরই হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরী। সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ এক মুন্সির বাড়িতে বিড়ি জমা দিয়ে ফিরছিলেন ওই কিশোরী। ওই সময় বাড়ি থেকে ৫০ মিটার দূরে জিতেন ওই কিশোরীর পথ আটকে ছুরি দেখিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিশোরী প্রাণপণে বাধা দেয় ওই যুবক ছুরি দিয়ে কিশোরীর জামা ছিঁড়ে ফেলে। তখনই কিশোরীর চিৎকারে বাড়ি থেকে ছুটে আসে তার দুই দাদা। ওই যুবককে বাধা দিতে গেলে তার ছুরিকাঘাতে আহত হয় তাঁরাও। তিনজনকে অর্জুনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশকে। পুলিশ গিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। ওই কিশোরী বলেন, “পেশায় রাজমিস্ত্রী ওই যুবক প্রায়ই আমাকে উত্যক্ত করত। বহুবার তাকে বারণ করা হয় যাতে সে এ কাজ না করে। কিন্তু সে শোনেনি। এ দিন বাড়ি ফেরার পথে সে আমায় জোর করে টানাটানি করে। ছুরি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। আমার চিৎকারে দাদারা ছুটে এসে বাধা দেওয়ায় ছুরি নিয়ে তিন জনের উপরেই চড়াও হয় সে।” |
দুই শরিকের মুখোমুখি লড়াই
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
|
ভোটের আগেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বাম ঐক্যের ডাক দিয়েছিলেন। সেই মত জেলার সর্বত্র বাম দলগুলি জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়লেও ব্যতিক্রম হরিনঘাটার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের মাথপুর আসনে মুখোমুখি লড়াই করছে সিপিএম ও আরএসপি প্রার্থী। তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত ওই আসনে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেখা মজুমদার। আরএসপির হয়ে লড়ছেন চম্পা বিশ্বাস। বাম ঐক্য মুখ থুবড়ে পড়া প্রসঙ্গে রাজ্যের প্রাক্তণ মন্ত্রী বঙ্কিম ঘোষ বলেন, “ওই আসনটি আমাদের শক্ত ঘাঁটি। গত বার আমাদের প্রার্থী ওখানে জিতেছিল। তাই ঠিক হয় আসনে আমরাই লড়ব। কিন্তু আরএসপি প্রার্থী দিল।” অন্যদিকে যদিও আরএসপির হরিণঘাটার লোকাল কমিটির সম্পাদক বাবুলাল দাস বলেন, “ব্লকের গ্রাম পঞ্চায়েতে ৬টি আসন আমাদের ছেড়ে দেওয়া হয়। তারমধ্যে মাথপুর আসনটি ছিল। কিন্তু সিপিএম জোটধর্ম না মেনে প্রার্থী দিয়েছে। তাই আমরাও পাল্টা প্রার্থী দিয়েছি।” |
বিদায়ী প্রধানকে মারধর, নালিশ
নিজস্ব সংবাদদাতা • কান্দি
|
ভোটের প্রচার সেরে বাড়ি ফেরার সময় কংগ্রেসের বিদায়ী প্রধান সহ দুই কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। জখম ওই প্রাক্তন প্রধান জিয়াউর রহমান ও কংগ্রেস কর্মী নুরুল হুদা কান্দি হাসপাতালে চিকিৎসাধীন। আহত অপর কংগ্রেস কর্মী বদরুল জামানের চিকিৎসা চলছে বড়ঞা গ্রামীণ হাসপাতালে। কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার রাতে প্রচার সেরে জিয়াউর রহমান দলবল নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বড়ঞার সাবলদহ পঞ্চায়েতের মানিকপুর গ্রামে সিপিএমের লোকজন তাঁদের পথ আটকায়। বেধড়ক মারধরও করা হয়। অন্যদিকে সিপিএমের পাল্টা অভিযোগ, কংগ্রেসীরাই তাদের মেরেছে। পুলিশের কাছে উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। পুলিশ ওই ঘটনার যুক্ত থাকার অভিযোগে কংগ্রেস কর্মী রবিউল আলমকে গ্রেফতার করেছে। |
সই জালের নালিশ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
|
গ্রাম শিক্ষা কমিটির সভাপতি সই নকল করে সর্বশিক্ষা মিশনের অধীনে স্কুল ঘর তৈরির টাকা তোলার অভিযোগ উঠল চাপড়ার মলুয়াপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা লিপিকা সরকারের বিরুদ্ধে। বুধবার গ্রাম শিক্ষা কমিটির সভাপতি বিমল সরকার এ ব্যাপারে চাপড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষিকা বলেন, “স্কুলের বিল্ডিং তৈরির কাজে সভাপতি দুর্নীতি করছিলেন। তার প্রতিবাদ করায় আমাকে ফাঁসানো হচ্ছে।” নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার বলেন, “অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেব।” |