টুকরো খবর |
সেতুর কাজ নিয়ে সমস্যা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মহিষাদলের কাছে পাঁশকুড়া-দুর্গাচক রাজ্য সড়কের হিজলি টাইডাল খালের সেতুটি দীর্ঘ দিন ধরেই বেহাল। ২ জুলাই পঞ্চায়েত ভোট হয়ে যাবে ভেবে ৪ জুলাই থেকে ওই জায়গায় নতুন সেতু তৈরির কাজ শুরু করবে ভেবেছিল প্রশাসন। সেই মতো বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ইতিমধ্যে ভোট পিছিয়ে ১৫ জুলাই হওয়ায় মাথায় হাত প্রশাসনের। ভোটের সময় হলদিয়া, সুতাহাটা যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়তে হবে। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই মহিষাদলের বিডিও প্রদ্যুতকুমার পালই সেতু ভাঙার কাজ স্থগিত রাখার জন্য সোমবার জেলাশাসক ও মহকুমাশাসককে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন। জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি জানান, “নির্বাচনের কথা মাথায় রেখে দিন বদলের চিন্তাভাবনা করা হচ্ছে। আজ, মঙ্গলবার এই নিয়ে বৈঠক হবে।” এ দিকে, পঞ্চাশের দশকের শেষের দিকে তৈরি হিজলি টাইডাল খালের এই জরাজীর্ণ সেতুটির ‘গার্ড ওয়ালও’ ভেঙে গিয়েছে। ঝুঁকি নিয়েই সেতুর উপর দিয়ে ছুটে চলছে হলদিয়া থেকে নন্দকুমার, তমলুক, মেচেদা, মেদিনীপুরগামী বাস।
|
দাবি শ্রমিকদের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বেতন বৃদ্ধির দাবিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পেট্রোনাসের ঠিকা গ্যাস ট্যাঙ্কার চালকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করল। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত প্রায় শতাধিক ট্যাঙ্কার ওই কর্মবিরতি করে। তবে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
|
সড়ক দুর্ঘটনায় মৃত্যু |
সাইকেলে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধের। নাম বৃহস্পতি পণ্ডা (৭৪)। বাড়ি খেজুড়ির কামারদাবাড় দেউলপোতা গ্রামে। |
|