|
|
|
|
যৌনকর্মীকে ধর্ষণের অভিযোগ, ধৃত |
সুকান্ত সরকার • কলকাতা |
এক যৌনকর্মীকে ধর্ষণের অভিযোগ ঘিরে আলোড়ন পড়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে। সে এখন বিচারাধীন বন্দি হিসেবে মেদিনীপুর জেলে রয়েছে। যৌনকর্মীদের সংস্থা ‘দুর্বার’ জানিয়েছে, যৌনকর্মীর দায়ের করা ধর্ষণের অভিযোগ গ্রহণ ও বিচারের ঘটনা এই প্রথম।
রাজ্যের বিভিন্ন প্রান্তে যৌনকর্মীদের যৌন সংসর্গে বাধ্য করার অভিযোগ আগেও উঠেছে। তবে ধর্ষণের অভিযোগ এই প্রথম। কাঁথির ঘটনায় ধৃত যুবক তোতন অধিকারী যৌনকর্মীর সন্তান। ঘটনার পর তার মা বিষয়টি আড়াল করার চেষ্টা করেননি। বরং যথাযথ তদন্ত ও বিচারের দাবি করেছেন।
ঘটনাটি ঘটে গত ৩০ এপ্রিল। সে দিন দুপুরে কাঁথির টাউন হলে ‘কণ্যাভ্রূণ হত্যা’র বিরুদ্ধে এক আলোচনাসভায় দুর্বারের কাঁথি শাখার সদস্যরা হাজির ছিলেন। ফলে, ওই সময় কাঁথির বাগবাজারের যৌনপল্লি কিছুটা ফাঁকা হয়ে যায়। অভিযোগ, সেই সুযোগে দুপুর দু’টো নাগাদ তোতন বছর তেইশের এক তরুণী যৌনকর্মীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। ওই তরুণীর চিৎকার শুনে ছুটে আসেন তাঁর দিদি। পরে তিনিই কয়েকজনকে সঙ্গে নিয়ে টাউন হলে পৌঁছে গোটা ঘটনাটি জানান। আলোচনাসভায় সে দিন কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত হাজির ছিলেন। তাঁর উদ্যোগে তখনই যৌনপল্লিতে পুলিশ পৌঁছয়। যান দুর্বারের কর্মী ইলা মান্নাও। তোতন ইলাদেবীকেও ধর্ষণ করে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ।
বাগবাজারের যৌনপল্লিতে ‘মস্তান’ ছিল তোতন। যৌনকর্মীদের কাছে আসা খদ্দেরদের থেকে সে পুলিশের নাম করে টাকা তুলত। ঘটনার রাতেই পুলিশ তোতনকে ধরে। ধর্ষিতা যৌনকর্মীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। পুলিশ ডাক্তারি পরীক্ষার রিপোর্ট এবং ওই যৌনকর্মীর বয়ানের ভিত্তিতে তোতনের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে।
ধৃত যুবকের কড়া শাস্তির দাবিতে রাজ্যের সব ক’টি যৌনপল্লির যৌনকর্মীদের নিয়ে আন্দোলন হবে বলে দুর্বারের তরফে স্মরজিৎ জানা জানিয়েছেন। তাঁর মতে, ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ হচ্ছে ঠিকই। কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিশেষ করে যৌনকর্মীও যে ধর্ষিতা হতে পারেন, এ কথা অনেকে মনেই করেন না।
স্মরজিৎবাবুর কথায়, “ধর্ষণের ঘটনা ঘটলে এমন ভাবে শাসক দলের নেতা-মন্ত্রীরা কথা বলেন যেন যৌনকর্মীকে ধর্ষণ করলে তা গর্হিত কাজ নয়।
পার্ক স্ট্রিটের ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রাথমিক প্রতিক্রিয়া বা বাম আমলে বিরাটির ঘটনায় তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর প্রতিক্রিয়ার কথা তো সবাই জানেন।” তাই কাঁথির ঘটনা নিয়ে তাঁরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে স্মরজিৎবাবু জানিয়েছেন।
|
(তথ্য সহায়তা: সুব্রত গুহ) |
|
|
|
|
|