নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের মোটরবাইকে চেপে ছিনতাইয়ের ঘটনা ঘটল হাওড়া শহরে। এ বার ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময়ে এক রেলকর্মীর টাকার ব্যাগ ছিনিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ব্যাঁটরা থানার মনসাতলায়। কয়েক মাস আগে ওই একই জায়গায় ব্যাঙ্ক থেকে ২৭ হাজার টাকা তুলে ফেরার সময়ে এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনতাই করে পালায় মোটরবাইকে চেপে আসা দুষ্কৃতীরা। সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তার মধ্যে ফের এই ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
পুলিশ জানায়, এ দিন মনসাতলার কাছে নটবর পাল রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ২৪ হাজার টাকা তুলে ফিরছিলেন দক্ষিণ-পূর্ব রেলের কর্মী শ্যামল সাউ। দ্রুত ট্রেন ধরার জন্য তিনি নটবর পাল রোড ছেড়ে বাঁ দিকে ঠাকুরদাস দত্ত লেন ধরে এগোচ্ছিলেন। তখনই সামনে থেকে দুই যুবক মোটরবাইকে এসে শ্যামলবাবুর ডান হাতে ধরা টাকার ব্যাগ ছিনিয়ে বেলগাছিয়ার দিকে পালিয়ে যায়।
এ দিন ব্যাঁটরা থানার সামনে দাঁড়িয়ে শ্যামলবাবু বলেন, “ওই ঘটনার পরে আমি চিৎকার করতে শুরু করি। কিন্তু গলিতে লোক কম থাকায় কেউ দুষ্কৃতীদের তাড়া করতে পারেননি।” বাসিন্দাদের অভিযোগ, ওই জায়গায় এই ধরনের ছিনতাই নতুন ঘটনা নয়। আগেও টাকা ছিনতাই থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। এক বাসিন্দা সমরেশ বাগ বলেন, “এই এলাকায় পরপর দু’টি ব্যাঙ্ক। কয়েক মাস আগে এ ভাবেই ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে বেরোনোর পরে এক ব্যক্তির টাকা ছিনতাই হয়। মোটরবাইক-বাহিনীর হাতে এ ভাবে বারবার মোবাইল ছিনতাই হয়েছে। তা সত্ত্বেও পুলিশি টহলদারি বাড়েনি।”
হাওড়ার ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “তদন্ত শুরু হয়েছে। ব্যাঙ্কের সিসিটিভি-র ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে।” |