হিসেবে গরমিল, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
গরিব মানুষে জন্য সরকারি প্রকল্পের চালের হিসেবে গরমিল হয়েছে, এই অভিযোগ তুলে বুধবার চণ্ডীতলা-২ ব্লকের গরলগাছা পঞ্চায়েতের বিদায়ী সিপিএম প্রধান এবং উপপ্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। গত ৩০ জুন ওই পঞ্চায়েতের বোর্ডের কার্যকালের মেয়াদ শেষ হয়। এ দিন প্রশাসক নিয়োগ করতে এসেছিলেন বিডিও কৌসর আলি। সে সময়েই মজুত চালের পরিমাণে কিছু অসঙ্গতি দেখতে পান আধিকারিকেরা। কিছু নথি বাজেয়াপ্ত হয়। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে তৃণমূল। বিডিও জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিদায়ী প্রধান রীতা চট্টোপাধ্যায় মন্তব্য করেননি।
|
দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
গুলি ভর্তি একটি পাইপগান-সহ এক দুষ্কৃতীকে মঙ্গলবার রাতে তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজ মাঠ থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সুনীল রুইদাস। |