|
|
|
|
স্টাডি সেন্টারের ডিগ্রিকে ত্রিপুরা স্বীকৃতি দেবে না |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ভিনরাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ‘স্টাডি সেন্টার’-এর দেওয়া ডিগ্রি, ডিপ্লোমাকে স্বীকৃতি দেবে না ত্রিপুরা সরকার। আজ উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা এ কথা জানিয়েছেন।
তিনি জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০১১ সালের ৩০ মার্চের পর যাঁরা ওই প্রতিষ্ঠানগুলি থেকে কোনও সার্টিফিকেট পেয়েছেন সে গুলিকে বাতিল হিসেবে চিহ্নিত করা হবে।
উল্লেখ্য, ত্রিপুরায় বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০-৩৫টি ‘স্টাডি সেন্টার’ রয়েছে। মন্ত্রী বলেন, “শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতেই সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি কোনও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি থাকলেও ভিন্রাজ্যে স্টাডি সেন্টার খুলে ডিগ্রি, ডিপ্লোমা বিতরণ করতে পারবে না।”
মন্ত্রিসভার সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী কংগ্রেস নেতৃত্ব। বিরোধী দলনেতা রতনলাল নাথের অভিযোগ, ‘‘২০০৯ সালের সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত নির্দেশ কেন্দ্রের তরফে আগেই সব রাজ্যকে জানিয়ে দেওয়া হয়। অসৎ উদ্দেশ্য থাকাতেই ত্রিপুরা সরকার এত দিন চুপচাপ ছিল।’’তিনি অভিযোগ করেন, রাজ্যের কয়েকজন মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, শাসক দলের নেতার পরিজনদের উচ্চশিক্ষার মানপত্রের দরকার হয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশ অগ্রাহ্য করে ওই স্টাডি সেন্টারগুলি থেকে সে সব সংগ্রহ করা হয়। তাঁর দাবি, শীর্ষ আদালতের নির্দেশের পরও যাঁরা ‘অবৈধ’ ওই প্রতিষ্ঠানগুলি থেকে সার্টিফিকেট নিয়ে সরকারি সুযোগ-সুবিধা পেয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। |
|
|
|
|
|