টুকরো খবর |
যৌন নিগ্রহ করে খুন শিশুকন্যাকে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ঝোপ থেকে মিলল সাড়ে তিন বছরের এক শিশুকন্যার ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায়। প্রাথমিক তদন্তে অনুমান, শিশুটিকে যৌন নিগ্রহের পর খুন করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বিকেলে ভালুকপং থানা এলাকায় অসম টুরিস্ট লজের লাগোয়া একটি ঝোপ থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে বিকেলেই লাভিং মিজি নামে বছর তেইশের এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় মিজি স্বীকার করেছে, শিশুকন্যাটির বাড়িতে কেউ না-থাকার সুযোগ নিয়ে সে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। ধরা পড়ে যাওয়ার পরে শিশুটিকে খুনও করে সে-ই। ঘটনার কথা জানাজানি হতেই বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। মেঘালয়ের গারো পাহাড়ে ১৯ বছরের এক তরুণী অপহৃত হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানায়, তাঁর নাম নোনামেরি টি সাংমা। বাড়ি গারোবান্ধা-রাজাবালা এলাকায়। সোমবার সকালে গৃহশিক্ষকের বাড়ি থেকে পড়াশোনা করে ফেরার সময় জেকাবাড়ি এলাকায় তিন দুষ্কৃতী তাকে অপহরণ করে। রবিবার ওই একই এলাকায় একটি বাড়িতে জসওয়ান সাংমা নামে এক প্রৌঢ়া এবং তাঁর নাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল। ওই ঘটনার এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল। বিদ্যুৎস্পৃষ্ট ওই শিশুটির দেহ নিয়ে যোরহাটের বিদ্যুৎ ভবনে প্রতিবাদ দেখালেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রের খবর, আজ সকালে লজেন্স কিনতে বাড়ির পাশের দোকানে গিয়েছিল উপেন্দ্র রাই নামে ওই শিশুটি। দোকানের পাশেই ঝুলে থাকা বিদ্যুতের একটি তার ছুঁয়ে ফেলে সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়।
|
সিলিন্ডার ফেটে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
খাবার দোকানে পরপর দু’টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল দুটি শিশুর। ওই দোকানের সামনেই ফুটপাতে থাকত তারা। পুলিশ জানায়, গত রাতে জুরিয়া এলাকার মেলেকা ধিং বাজারে ঘটনাটি ঘটে। গ্যাস লিক করেই ওই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান।
|
স্ত্রীকে খুনের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বচসার জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আজ ঘটনাটি ঘটে নগাঁও জেলার ডবোকায়। পুলিশ জানায়, মৌরাজান এলাকার বাসিন্দা আমিরুদ্দিনের সঙ্গে তার স্ত্রী আসিয়া বেগমের বচসা হয়।
|
এখনও ৬০০ পর্যটক আটকে পিথোরাগড়ে |
উদ্ধার কাজ শেষ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে। কিন্তু ৬০০ জন পর্যটক এখনও পিথোরাগড়ে আটকে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। উত্তরাখণ্ড সরকারের তরফে দাবি করা হয়েছে, বায়ুসেনার ‘অপারেশন রাহাত’ মঙ্গলবার বদ্রীনাথের সব তীর্থযাত্রী উদ্ধার করে এনেছে। বুধবার পিথোরাগড় থেকেও উদ্ধার করা হয়েছে আরও ২০০ জন পর্যটককে। অন্য দিকে, ফের প্রবল বৃষ্টির আগাম সতর্কবার্তা জারি করল উত্তরাখণ্ড সরকার। সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরানোর জন্য প্রশাসনের সব স্তরকে সতর্ক করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে আগামী ৭২ ঘণ্টা চামোলিতে এবং কুমায়ুন এলাকার নৈনিতাল, পিথোরাগড়, চম্পাওয়াত ইত্যাদি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আর যেন নতুন করে কোনও জীবনহানি না হয়, সে বিষয়ে কড়া সতর্কতা নিয়েছে সরকার।
|
চাকরির লোভে পরিচয় অস্বীকার |
উত্তরাখণ্ডের দুর্যোগের হাত থেকে কোনও রকমে বেঁচে ফিরেছেন বছর বাইশের তরুণীটি। দিন দু’য়েক আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মারফত জানিয়েছিলেন, বাবার অবর্তমানে নেহা শর্মা নামে ওই তরুণীকে চাকরি দেবে মধ্যপ্রদেশ সরকার। ভোপালের হাসপাতালে যখন বাবা-মায়ের মৃতদেহের সন্ধান করছিলেন নেহা তখন মহাবীর প্রসাদ নামে এক ব্যক্তি চিকিৎসকদের কাছে দাবি করেন, তিনিই তাঁর বাবা। মহাবীরের সেই দাবি উড়িয়ে দিয়ে নেহা জানান, তিনি ওই ব্যক্তিকে চেনেন না। যদিও মহাবীরের সঙ্গে আসা বছর আঠারোর এক তরুণীকে নিজের বোন বলেই পরিচয় দেন তিনি। রাজ্য প্রশাসনের আশঙ্কা ছিল সরকারি চাকরির লোভেই হয়তো বাবাকে চিনতে অস্বীকার করছেন নেহা। বুধবার ভিন্দের পৈতৃক ভিটেতে নেহাকে নিয়ে আসা হলে অবশ্য তিনি মহাবীরকে নিজের বাবা বলে পরিচয় দেন।
|
আনন্দমার্গের সাহায্য |
আচার্য ধ্যানাত্মানন্দ ও আচার্য নারায়ণানন্দ অবধূতের নেতৃত্বে রুদ্রপ্রয়াগের বন্যাবিধ্বস্ত এলাকায় পৌঁছে গিয়েছে আনন্দমার্গের সাধু, সন্ন্যাসিনী এবং স্বেচ্ছাসেবকের ১৫ জনের একটি দল। ২৮ জুন থেকে উত্তরাখণ্ডের দুর্গতদের ত্রাণ বিতরণের কাজ করছেন তাঁরা। অগস্ত্যমুনি ব্লকের চন্দ্রপুর, কাণ্ডারা গ্রাম-সহ রুদ্রপ্রয়াগের অন্যান্য প্রত্যন্ত এলাকায় তাঁরা পৌঁছে দিচ্ছেন জল, চাল, গম, আলু, চিনি ইত্যাদি। আনন্দমার্গের তরফে জানানো হয়েছে, ওখানে কয়েকটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র খোলা হবে।
|
টুজি কাণ্ডে আর্জি জামিন বাতিলের |
টুজি মামলায় অভিযুক্ত ইউনিটেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় চন্দ্রের জামিন বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাল সিবিআই। ছ’মাস জেল খাটার পরে জামিন দেওয়া হয়েছিল সঞ্জয়কে। সিবিআই জানিয়েছে, এই মামলা বন্ধ করে দেওয়ার জন্য সঞ্জয় ও প্রাক্তন সিবিআই আইনজীবী এ কে সিংহের কথপোকথনের টেপ মেলে। সেটি আসল বলে খবর। এই যুক্তিতে সঞ্জয়ের জামিন বাতিল করতে চায় সিবিআই। সুপ্রিম কোর্টে আবেদনে সিবিআই বলেছে, এই মামলার তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন সঞ্জয়।
|
ক্ষতিপূরণের লোভে |
ক্ষতিপূরণের লোভে বাবার সম্পর্কে ভুয়ো নিরুদ্দেশ অভিযোগ দায়ের করলেন মনোহর লাল নামের এক ব্যক্তি। স্থানীয় হেল্প ডেস্কে ওই ব্যক্তি অভিযোগ জানান, গত মাসে কেদারনাথ গিয়েছিলেন তাঁর বাবা, ১০ জুনের পর থেকে কোনও খোঁজ মেলেনি তাঁর। তদন্তে ধরা পড়ে গত ৭ বছর ধরে মনোহরের বাবা নিখোঁজ। দুর্যোগের সঙ্গে তার সম্পর্ক নেই।
|
অস্ত্র-সহ ধৃত ৫ |
চোরাই গাড়ি, আগ্নেয়াস্ত্র-সহ ৫ দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। বুধবার ধুবুরি’র চাপর থানার বহলপুর গ্রামে ৩১ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। ধৃতদের নাম মাস্তাব আলি, আলম আলি, কুদ্দুস আলি, বিশ্বনাথ কেরানি ও সামসুল মণ্ডল। |
|