|
|
|
|
অসমে পরিবর্তনের আহ্বান রাজনাথের |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পুরভোটের সাফল্য আর অসম গণ পরিষদের অভ্যন্তরীণ সমস্যাকে ‘অস্ত্র’ করেই লোকসভা ভোটের দামামা বাজালেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ।
আজ দলের সর্বভারতীয় সহ-সভাপতি এস এস অহলুওয়ালিয়াকে সঙ্গে নিয়ে তিনি গুয়াহাটি পৌঁছন।
গীতানগরে দলীয় জনসভায় রাজনাথ বলেন, “বিজেপি কর্মীদের একজোট হয়ে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কংগ্রেস ক্ষমতায় থাকলে দেশ এবং রাজ্য আরও পতনের দিকে এগবে। দেশে পরিবর্তনের হাওয়া বইছে। অসমেও কংগ্রেসের পালের হাওয়া এ বার কেড়ে নিতে হবে।” তাঁর কথায়, “অর্থনৈতিক ভাবে দেশ এখন যে পরিস্থিতিতে রয়েছে তাতে বাস্তববাদী, কড়া শাসকের প্রয়োজন। কংগ্রেসের শাসন ও ‘মৌন’ প্রধানমন্ত্রীর সৌজন্যে ভারত বিশ্বের দরিদ্রতম দেশ হয়ে গিয়েছে। কংগ্রেসের ‘সুশাসনে’ মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে।”
এ দিনই রাজনাথের সামনে বিজেপিতে যোগ দিলেন অসম গণ পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি অতুল বরা। পুরভোটে ভরাডুবির জেরে অসম গণ পরিষদে পদত্যাগ করার হিড়িক উঠেছে। পুরসভা নির্বাচনের ঠিক আগে ওই দল ছাড়েন প্রাক্তন সহ-সভাপতি অপূর্ব ভট্টাচার্য। পুরভোট পর পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করেন রমেন্দ্র নারায়ণ কলিতা। পরবর্তী পদত্যাগী নেতা হলেন পদ্ম হাজরিকা। এ বার অতুল বরার মতো নেতাও পদত্যাগ করায় দলের অস্তিত্বই সঙ্কটের মুখে দাঁড়িয়েছে। কংগ্রেসের শিখারানি চৌধুরীও এ দিন বিজেপি-তে যোগদান করেছেন। বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন বলেন, “অসম গণ পরিষদের দলত্যাগী নেতা-সদস্যদের জন্য বিজেপির দরজা সব সময় খোলা।”
বিদ্রোহী বিধায়কদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এ দিনই জরুরি বৈঠক ডেকেছিলেন অগপ সভাপতি প্রফুল্ল মহন্ত। দলীয় সূত্রের খবর, কলিতা চিঠি দিয়ে জানান তিনি পদত্যাগ প্রত্যাহার করবেন না। পদ্ম বৈঠকে এলেও পরে বলেন, “মহন্ত এখনও স্তাবক পরিবেষ্টিত হয়ে রয়েছেন। দলে ফেরার পরিবেশই তাই নেই।” আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়া অতুল বরার কথায়, “অগপ-য় এখন স্বৈরাচার চলছে। মহন্ত যা ইচ্ছা করছেন। দলে গণতন্ত্র নেই। এভাবে থাকা যাচ্ছিল না।”ওই জনসভায় রাজ্য বিজেপি সভাপতি সর্বানন্দ সোনোয়াল ছাড়াও দলীয় সাংসদ, বিধায়করা হাজির ছিলেন। লোকসভায় অসমের ১৪টি আসন রয়েছে। এরমধ্যে গতবার বিজেপি গুয়াহাটি, মঙ্গলদৈ, শিলচর ও নগাঁও আসনে জিতেছে। পুরভোটে গুয়াহাটির ৩১টির মধ্যে ১১টি আসনে জিতে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। |
|
|
|
|
|