অস্ত্র মিলল মঙ্গলকোটে, গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
একটি গাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধরা হয়েছে দু’জনকে। মঙ্গলবার রাতে মঙ্গলকোটের কুনুর নদীর সেতুর কাছ থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “আটক আগ্নেয়াস্ত্রের মধ্যে ১টি দিশি দোনলা বন্দুক, দু’টি মাউজার, ৩টি নাইন এমএম পিস্তল, দু’টি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি রয়েছে।” |
এছাড়া গাড়িটি থেকে ২৪টি মোবাইল টাওয়ারের ব্যাটারি, ৪০ মিটার দীর্ঘ তামার তারও মিলেছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে সাত জন দুষ্কৃতী থাকলেও পুলিশের নাগাল এড়িয়ে পালিয়েছে পাঁচ জন। ধৃত দু’জনের নাম বিপু শেখ ও শেখ আলাউদ্দিন। দুজনেই নওয়াপাড়ার বাসিন্দা। বাকি অভিযুক্তদের নামও এদের জেরা করে জানা গিয়েছে বলে পুলিশের দাবি। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই পুরনো মামলা রয়েছে। ডাকাতির উদ্দেশ্যে এরা জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান।
|
সিপিএমের বিরুদ্ধে পতাকা ছেঁড়ার নালিশ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
দলীয় পতাকা ও নির্বাচনী ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের আশ্রিত কয়েকজনের বিরুদ্ধে। সিঙ্গি পঞ্চায়েতের লোহাপোতা গ্রামের আব্দুর রশিদ মল্লিক বিষয়টি নিয়ে কাটোয়া ২-এর বিডিও এবং কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি নিজে কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির ২২ নম্বর আসনের কংগ্রেস প্রার্থী। আব্দুর রশিদ মল্লিকের অভিযোগ, লোহাপোতা বাজার লাগোয়া এলাকায় দলীয় পতাকা ও ফ্লেক্স টাঙানো ছিল। কিন্তু মঙ্গলবার রাতে সিপিএমের কয়েকজন সেগুলি ছিঁড়ে এলাকায় অশান্তি বাধানোর চেষ্টা করে। সিপিএম যদিও অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের পাল্টা দাবি, মিথ্যা অভিযোগ করে কংগ্রেসই অশান্তি বাধাবার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার কাটোয়ার শ্রীখণ্ড বাসস্টপের কাছ থেকে দেহটি মেলে। মৃতের নাম শম্ভু মাঝি (৩৮)। পুলিশ জানিয়েছে, ওই যুবকের গলায় দাগ পাওয়া গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। |