ইসিএলের এক ঠিকাদারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কুলটির এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কুলটি থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ঠিকাদার। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসিএলের অফিসারেরাও। অভিযুক্ত কাউন্সিলর পরিমল মাজি যদিও হুমকির কথা মানেননি। পুলিশ জানায়, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
কুলটি থানায় দায়ের করা অভিযোগে ঠিকাদার মনোরঞ্জন মণ্ডল জানান, দিন কয়েক আগে তিনি ইসিএলের সোদপুর কারখানায় শ্রমিক সরবরাহের একটি বরাত পেয়েছেন। গত সোমবার তিনি প্রায় ১২ জন শ্রমিককে সেখানে কাজে যোগ দিতে নিয়ে যান। অভিযোগ, তাঁকে কারখানায় ঢুকতে বাধা দেন তৃণমূলের কিছু লোকজন। সেদিনের মতো তিনি লোকজন নিয়ে ফিরে আসেন। অভিযোগ, মঙ্গলবার সকালে তাঁর শ্রমিকেরা ফের কাজে যোগ দিতে গেলে তৃণমূলের লোকজন ফের বাধা দেয়। ফলে, ওই শ্রমিকেরা কারখানায় ঢুকতে পারেননি। দুপুরে মনোরঞ্জনবাবু এ ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য কারখানায় ঢোকার চেষ্টা করেন। তাঁর অভিযোগ, “আমি ঢুকতে যেতেই তৃণমূল কাউন্সিলর পরিমল মাজির নেতৃত্বে এক দল লোক বাধা দেন। তাঁরা আমাকে ধাক্কাধাক্কি করেন। পরিমলবাবু আমাকে খুন করে গাছে টাঙিয়ে দেওয়ার হুমকিও দেন।”
মনোরঞ্জনবাবু জানান, পরিমলবাবু তাঁদের পছন্দের লোকজনকে কাজে ঢোকানোর জন্য চাপ দিচ্ছেন। তিনি বলেন, “আমি কাউন্সিলরকে জানিয়েছি, আমরা নিজেদের পছন্দ মতো শ্রমিকদের কাজে লাগাব। ওঁদের চাপের কাছে মাথা নোওয়াব না।” তিনি আরও জানান, এই বিষয়টি ইসিএল কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য চাইবেন।
খুনের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর পরিমলবাবু। তবে তিনি সাফ বলেন, “আমাদের পছন্দের লোকজন না নিলে ওই ঠিকাদারকে কাজে যোগ দিতে দেব না। লাগাতার আন্দোলন চালিয়ে যাব।” বুধবারও ওই ঠিকাদার শ্রমিক-কর্মীদের নিয়ে কারখানায় ঢুকতে পারেননি। পরিমলবাবু লোকজন নিয়ে কারখানার গেটে অবস্থান-বিক্ষোভ করেছেন।
ইসিএলের সোদপুর কারখানার এজেন্ট জয়ন্ত সেন জানান, ওই ঠিকাদারকে ঢুকতে বাধা দেওয়া ও গেটে অবস্থান-বিক্ষোভের খবর তাঁরা পেয়েছেন। মঙ্গলবার কিছু লোকজন তাঁর দফতরে গিয়ে নিজেদের লোকজনকে কাজে রাখার জন্য ঠিকাদারের ওপর চাপ সৃষ্টির দাবিও জানিয়েছেন। জয়ন্তবাবু বলেন, “আমি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যা সিদ্ধান্ত নেওয়ার, তাঁরাই নেবেন।”
গোটা বিষয়টি নিয়ে বিব্রত তৃণমূল ও তাদের শ্রমিক সংগঠনের নেতারা। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “এমন ঘটনা অভিপ্রেত নয়।” তৃণমূল খনি শ্রমিক সংগঠনের সম্পাদক হরেরাম সিংহ বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। তিনি জানান, এ ব্যাপারে যা বলার দলের কুলটির নেতারা বলবেন। কুলটির তৃণমূল বিধায়ক তথা পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, “যত দূর জেনেছি, পুরনো শ্রমিকদের কাজে বহাল রাখার দাবি তুলে আন্দোলন করছেন ওই কাউন্সিলর। তবে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে খোঁজ নেব।” |