রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়েন পওলিনহো। সঙ্গে তিনি যোগ করেন, “অনেক খেতাব জিতেছি ক্লাবের হয়ে। সমর্থক ও ক্লাব কর্তাদের ধন্যবাদ জানাতে চাই।” এমনকী ভবিষ্যতে করিন্থিয়ান্সে ফিরে আসার আশ্বাস দিয়ে পওলিনহো এও বলেন, “আমি খুব শীঘ্রই ফিরে আসব। চিরজীবন এই ক্লাব আমার হৃদয়ে থাকবে।”
কনফেডারেশন কাপে কিন্তু নেইমার, পওলিনহোর পাশাপাশি জন্ম নিয়েছে আরও এক নতুন তারকা। কনফেড কাপ
ফ্রেড |
শুরু হওয়ার আগে তাঁকে ব্রাজিল দলের দুর্বল অঙ্গ বলা হয়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পথে সব শিরোনামকে ভুল প্রমাণিত করেছেন। তিনি আর কেউ নন, স্পেনের বিরুদ্ধে জোড়া গোলের নায়ক ফ্রেড। চার গোল করে ‘সিলভার বুট’ জিতেই ফ্রেড চলে আসলেন ইংল্যান্ডের সবচেয়ে ধনী ক্লাবের নজরে। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী ফ্রেডকে সই করানোর জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন ক্লাবের নতুন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। কার্লোস তেভেজকে জুভেন্তাসে বিক্রি করে ইতিমধ্যেই দলবদলের বাজারে নতুন স্ট্রাইকারের খোঁজে ঢুকেছে ম্যান সিটি।
কনফেড কাপে ধারাবাহিক ভাবে ভাল খেলার পরে সিটির তালিকায় সবার প্রথমে এখন ফ্রেডের নাম। জল্পনা অনুযায়ী ভাল প্রস্তাব পেলে অবশ্যই সেটা নিয়ে চিন্তা করবেন ফ্রেড। |