|
|
|
|
টুকরো খবর |
পশ্চিমে প্রচার শুরু শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুরে প্রচার শুরু করছেন সাংসদ শুভেন্দু অধিকারী। আজ, বুধবার মোহনপুরে তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। এরপর দাসপুর, ডেবরা, পিংলা, বেলদা, গোপীবল্লভপুরেও তাঁর সভা করার কথা রয়েছে। যদিও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এক সময়ে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে বারেবারে ছুটে এসেছেন শুভেন্দু। গত মার্চে মুখ্যমন্ত্রীর এক সভা ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব চরমে ওঠে। সভাস্থলে জমায়েত হয়েছিল মাত্র ৫ হাজার মতো। জঙ্গলমহলের সভায় এত কম জমায়েত, ওই প্রথম। এ নিয়ে প্রশ্ন ওঠে দলের অন্দরেও। তখন সামনে আসে দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি। ক’দিন আগে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। কোনও সভাতেই নেত্রীর পাশে দেখা যায়নি ওই যুব নেতাকে। এ নিয়ে গুঞ্জনও শুরু হয়। যদিও দলেরই এক সূত্রের দাবি, শুভেন্দু নিজের জেলা পূর্ব মেদিনীপুরে প্রচারে ব্যস্ত ছিলেন। এ দিকে, পশ্চিম মেদিনীপুর থেকেও বহু অনুরোধ যাচ্ছিল তমলুকের সাংসদের কাছে। প্রার্থীরা তাঁকে এ জেলায় প্রচারে আসার আর্জি জানাচ্ছিলেন। শেষমেশ, তাতে সাড়া দিয়েই পশ্চিমে প্রচার শুরু করছেন শুভেন্দু।
|
কাটারির কোপে বধূ খুন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নেশাগ্রস্ত যুবকের কাটারির কোপে মৃত্যু হল এক বধূর। ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে চাঞ্চল্য ছড়ায় আনন্দপুরের রাজারডাঙায়। মৃতার নাম হাজিরা বিবি (৩৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয় রমজান গায়েন নামে অভিযুক্ত যুবককেও। মৃত্যুর কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এ দিন বিকেলে বাড়িতে বসে কাঠ কাটছিলেন হাজিরা বিবি। অদূরে বাড়ি রমজানের। বিকেল সাড়ে তিনটে নাগাদ হঠাৎই হাজিরা বিবির বাড়ি আসে রমজান। তারপর হঠাৎই বাড়ির সামনে পড়ে থাকা একটি কাটারি নিয়ে হাজিরার গলায় কোপ মারেন। মুহুর্তে মাটিয়ে লুটিয়ে পড়েন হাজিরা। খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে প্রাণ হারিয়েছেন হাজিরা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রমজান নেশাগ্রস্ত ছিল। মাঝেমধ্যেই সে নেশা করত। কখনও কখনও মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করত। কিন্তু, এমন মর্মান্তিক ঘটনা ঘটাতে পারে ভাবতেও পারেনি কেউ। হাজিরা বিবির এক ছেলে, তিন মেয়ে। মৃতার স্বামী শেখ আরেফুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বছর পঁচিশের রমজানকে গ্রেফতার করে পুলিশ।
|
ফের মাইন উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভাটের আগে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে মাইন, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা ঘটছে। মঙ্গলবারই কোতয়ালি থানার বেড়া এলাকায় তল্লাশি চালিয়ে দু’টো মাইন একটা রিভলভার, কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। |
|
|
|
|
|