স্যার রাসবিহারী ঘোষ বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার তোরকোনা গ্রামে ১৮৪৫-এ (মতান্তরে ১৮৪৪) ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পরবর্তী জীবনে এই মেধাবী ছাত্রটি পরিণত হন কলকাতা হাইকোর্টের খ্যাতনামা ব্যবহারজীবী ও অসামান্য আইনি প্রজ্ঞার অধিকারী এক ব্যক্তিত্বে। বিশিষ্ট স্বদেশপ্রেমীও ছিলেন তিনি। ১৯২১-এর ২৮ ফেব্রুয়ারি তাঁর মৃতু্যর পর থেকে আজ অবধি তাঁর স্মৃতিরক্ষার্থে বিশেষ কিছু করা হয়নি। শহর বর্ধমানে একটি মাত্র রাস্তা তাঁর নামাঙ্কিত। এত দিন পরে খণ্ডঘোষের উখরিদে ২০১০-এর অগস্টে তাঁর নামে এক মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা খুব শিগগিরই তাঁর জীবনী, কার্যাবলি ও স্মৃতিসংবলিত একটি দ্বিভাষিক সংকলন গ্রন্থ প্রকাশ করব বলে মনস্থ করেছি। সহৃদয় ব্যক্তিগণ যদি স্যার রাসবিহারী ঘোষের রচনাদি, তাঁর লেখা চিঠিপত্র, তাঁর আলোকচিত্র বা তাঁর জীবন ও কর্মকাণ্ড বিষয়ে অজানা তথ্য বা অপ্রকাশিত দলিল সরবরাহ করে আমাদের সাহায্য করেন, তা হলে প্রকাশিতব্য গ্রন্থে যথাযোগ্য কৃতজ্ঞতা স্বীকার করব।
দেবব্রত ঘোষ। বর্ধমান
(debabrata-61@rediff-mail.com)
|
মেট্রো রেলের মতো লোকাল ট্রেনেও পরবর্তী স্টেশনের নাম ঘোষণা করা হোক। অফিসটাইমে অনেক যাত্রী ভিড় ঠেলে গেটে আসার পূর্বমুহূর্তে নির্দিষ্ট স্টেশনে নামতে পারেন না। ট্রেন ছেড়ে দেয়। যদি লোকাল ট্রেনেও পরবর্তী স্টেশনের নাম ঘোষণা করা হয়, তা হলে নির্দিষ্ট স্টেশনে নামার জন্য সময়ে প্রস্তুত হওয়া যাবে।
রণজিৎ দে। ডানকুনি, হুগলি |