নওয়াজের জমানায় প্রথম বৈঠক ব্রুনেইয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নওয়াজ শরিফ ইসলামাবাদের তখতে বসার পরে প্রথম ভারত-পাকিস্তান শীর্ষ পর্যায়ের বৈঠক হল। ব্রুনেইয়ে পূর্ব এশিয়ার বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে গিয়েছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ ও পাক প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও বিদেশনীতি উপদেষ্টা সরতাজ আজিজ। মঙ্গলবার সেখানেই আলোচনায় বসেন তাঁরা। তাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোকে গুরুত্ব দিয়েছেন তাঁরা। বিদেশ মন্ত্রকের ধারণা, ভারত-পাক শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে বাণিজ্যকেই চাবিকাঠি বলে মনে করছেন নওয়াজ। ভারতের বাজার ধরার জন্য তাঁর উপরে পঞ্জাবি শিল্পমহলের চাপও রয়েছে। তা ছাড়া বড় ধরনের বিদ্যুৎ ঘাটতিতে ভুগছে পাকিস্তান। তাই সে ক্ষেত্রেও সহযোগিতার দরজা খুলতে পারে। সম্প্রতি সে দেশে শক্তি সম্পদ নিয়ে আলোচনার জন্য একটি দলও পাঠিয়েছিল ভারত। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়েও খুরশিদের সঙ্গে আজিজের কথা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।
|
ইন্দোনেশিয়ায় ভূকম্প, মৃত ৫
সংবাদসংস্থা • জাকার্তা |
ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তর দিকের আচে প্রদেশে। সরকারি সূত্রে খবর, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল প্রায় ৬.২। এর জেরে মারা গিয়েছেন ৫ জন। ১২ জন আহত হয়েছেন বলেও খবর। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মাত্র ১৫ সেকেন্ডের এই ভূমিকম্পের জেরে একটি হাসপাতালের দ্বিতীয় তলা ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪০টি বাড়ি। ধসে চাপা পড়ে গিয়েছে একটি গোটা কফি বাগান। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
|
জঙ্গি হানা, নিহত ৮
সংবাদসংস্থা • কাবুল |
তালিবানি হানায় মঙ্গলবার কাবুলে নিহত হলেন আট জন। ন্যাটো বাহিনীকে খাবার, জল, জ্বালানি ইত্যাদি সরবরাহকারী একটি বিদেশি সংস্থার উপর মঙ্গলবার হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা। এ দিনের ঘটনায় চার জন নেপালি রক্ষী, দুই রোমানীয় এবং তিন জন আফগান নিহত হন। এই হানার দায় স্বীকার করেছে তালিবান।
|