টুকরো খবর
স্মারকলিপি পেশ
বোর্ড মিটিংয়ে মত না নিয়েই মেয়র ১১ বহুতলের নকশা অনুমোদন করেন অভিযোগ তুলে পুর কমিশনারকে স্মারকলিপি দিলেন বাম কাউন্সিলররা। সোমবার শিলিগুড়ি পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধানের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা। এ দিন তৃণমূলের কাউন্সিলরদের একাংশের তরফেও পুর কমিশনারকে স্মারকলিপি দিয়ে ওই সমস্ত নকশা অনুমোদনে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “অবৈধ ভাবে নকশা পাশ হয়নি।” প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূলের দার্জিলিং জেলার মহাসচিব কৃষ্ণ পাল জানান, বর্তমান পুর বোর্ডের সংখ্যা গরিষ্ঠতা নেই। অবৈধ ভাবে বহুতল তৈরির নকশা অনুমদোন করা হচ্ছে। তিনি বলেন, “এ পুরবোর্ড দুর্নীতিগ্রস্ত। কী ভাবে ওই ১১টি বহুতলের নকশা অনুমোদন করা হল তা কমিশনারের কাছে লিখিত ভাবে জানতে চেয়েছি।” বামেদের তরফে বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম জানান, কয়েক মাস বোর্ড মিটিং হচ্ছে না। তার জেরে বিভিন্ন উন্নয়ন কাজ থমকে পড়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের বই কেনা থেকে দুঃস্থদের চিকিৎসার জন্য পুরসভার তরফে আর্থিক সাহায্য করা হচ্ছে না। বোর্ড মিটিংয়ে আপত্তি তোলায় অবৈধ নির্মাণ কাজের বিরুদ্ধে মেয়র ব্যবস্থা নেবেন বলে জানান। অথচ ব্যবস্থা না নিয়ে অনুমোদন করে দিয়েছেন।

ধর্ষণ, নালিশ বাবার বিরুদ্ধে
বাবার বিরুদ্ধে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ জানাল এক নাবালিকা। তার অভিযোগ প্রায় ছয় মাস ধরে দফায় দফায় তাকে ধর্ষণ করা হয়েছে। কালচিনি থানার ওসি রিংচেন লামা ভুটিয়া জানিয়েছেন, রবিবার রাতে এই অভিযোগ পেয়ে হ্যামিল্টনগঞ্জ ফরওয়ার্ডনগরের বাসিন্দা অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকা মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দিন দুপুরে এক দম্পতি থানায় এসে অভিযোগ করেন, তাঁদের মেয়েকে ঠাকুমা নিয়ে চলে গিয়েছে। তাঁদের জেরা করার পরে মাস ছয়েক ধরে ধর্ষণের ঘটনাটি সামনে আসে। সরকারী আইনজীবী মহম্মদ রফি জানান, অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতরের নির্দেশ দিয়েছেন বিচারক। এ দিন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য মেয়েটির জবানবন্দি নেন। মেয়েটির মা ঘটনা বিশ্বাস করতে পারছেন না বলে জানান।

সুপার ডিভিশন লিগে চ্যাম্পিয়ন
চল্লিশ বছর বাদে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সুপার ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে নিজেদের দলের ফুটবলারদের সংবর্ধনা জানাল বাঘা যতীন অ্যাথলেটিক ক্লাব। গত রবিবার শিলিগুড়ির কলেজপাড়ায় ক্লাবঘরে তাঁদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। ১৯৭৩-এ লিগ চ্যাম্পিয়ান হয়েছিল তারা। ওই দিন সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন ১৯৭৩-এর দলের সদস্য তপন ঘোষ, শ্যামল গুহ, রবীন্দ্রনাথ সরকার, রানা ঘটক, প্রলয় চক্রবর্তী, আশিস রাহারা। তাঁরা অবিনাশ থাপা, মনদীপ সিংহ, নব বসাক, হরপ্রিত সিংহদের সংবর্ধনা জানান। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। জয়ী দলের ফুটবলারদের অনেককে তাঁর হাত দিয়ে সংবর্ধনা জানানো হয়।

মালবাজারে ট্রেনের ধাক্কায় মৃত কিশোরী
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কিশোরীর। সোমবার সকালে ডুয়ার্সের বাগরাকোট স্টেশন লাগোয়া লিস নদীর রেল সেতুর উপর দুর্ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে খবর, মৃতার নাম এরিনা টোপ্পো (১৬)। তার সঙ্গে রেশমি ওঁরাও নামের আরও একজন কিশোরী ছিল। রেশমি ট্রেন আসছে দেখে নদীতে ঝাঁপিয়ে বাঁচতে পারলেও এরিনা পারেনি। ঘটনার পর রেশমি এলাকার লোকজনকে বিষয়টি জানান। মৃতার বাড়ি লিস রিভার চা বাগানের পাতিবাড়ি ডিভিশনে। তারা দুজনে স্নান করতে যাচ্ছিল। আপ মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় এরিনা আহত হন। আহত অবস্থায় তাকে নিউ মাল প্যাসেঞ্জারে মালবাজারে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাহাড়ে শিক্ষার আলাদা দফতর
দার্জিলিঙের ৫২টি প্রাথমিক স্কুলের জন্য আলাদা নিয়ন্ত্রণকারী দফতর চালু করার প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছে বলে দাবি করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। একজন অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শক নিয়োগ করারও ছাড়পত্র মিলেছে বলে তিনি জানান। সোমবার কলকাতায় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এক বৈঠকে এই বিষয়টি স্থির হয়েছে বলে রোশন গিরির দাবি। তিনি বলেন, “শিক্ষামন্ত্রীকে বেশ কয়েকটি দাবি জানিয়েছিলাম। শীঘ্রই সেগুলি কার্যকর হবে। পাহাড়ে ছ’টি ব্লকের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.