টুকরো খবর
ঘরছাড়াদের বাড়িতে ধান লুঠ
কয়েকদিন আগে তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ময়নার বরুণা গ্রামে। এ বার সেখানেই ঘরছাড়া সিপিএম সমর্থকদের বাড়ি থেকে ধান ও অন্যন্য জিনিসপত্র লুঠের অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ময়নার প্রাক্তন সিপিএম বিধায়ক মুজিবর রহমানের অভিযোগ, “দলের সমর্থক তিন ভাই কেশব খুটিয়া, মিলন খুটিয়া ও শ্রীমন্ত খুটিয়া তৃণমূলের সন্ত্রাসের কারণে কয়েক দিন সপরিবারে ঘরছাড়া রয়েছেন। বাড়িতে শুধু বৃদ্ধা মা রয়েছেন। রবিবার ওই পরিবারের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় একদল তৃণমূল সমর্থক। ফের সোমবার সকাল ১১টায় প্রায় ৩০-৩৫ জন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থক বাড়িতে হামলা চালিয়ে ২০ বস্তা ধান ও অন্যান্য সামগ্রী লুঠ করে নিয়ে যায়।” তৃণমূলের ময়না ব্লক কার্যকরী সভাপতি সুব্রত মালাকার অবশ্য বলেন, “সিপিএমের ওই ঘরছাড়া সমর্থকরা এলাকায় দাগী দুষ্কৃতী হিসেবে পরিচিত। একটি পুরনো মামলার জেরে তারা বাড়ি ছাড়া। এলাকায় গোলমাল পাকাতে সিপিএম এই মিথ্যা অভিযোগ করছে।” এদিকে সোমবার দুপুর দেড়টা নাগাদ মনুচক বাজারের কাছে নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা এ বার মনুচক গ্রামের কংগ্রেস প্রার্থী ইলা দাসের স্বামী পূর্ণেন্দু দাসকে একদল তৃণমূল সমর্থক তাড়া করেন বলে অভিযোগ। নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য শেখ সুফিয়ান এই অভিযোগ অস্বীকার করে বলেন, “কংগ্রেস নেতৃত্ব এলাকায় গুজব ছড়িয়ে প্রচার পেতে চাইছে।”

মহিলা প্রার্থীকে মারধর, ধৃত
তৃণমূলের মহিলা প্রার্থী ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে এগরা ১ ব্লকের বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের মহাবিশ্রা গ্রামের ওই ঘটনায় পুলিশ সিপিএম কর্মী উদয় জানাকে গ্রেফতার করে। ওই গ্রামেরই বাসিন্দা ধৃত উদয়বাবুকে সোমবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ৫ দিনের জেল হেফাজত হয়। ওই পঞ্চায়েত এলাকার একটি আসনে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন তৃণমূলের বর্ণালী জানা। তাঁর অভিযোগ, রবিবার দুপুরে প্রচার সেরে বাড়ি ফেরার সময় হাড়িপুকুর পাড়ে তাঁকে মারধর করে উদয় জানার নেতৃত্বে সিপিএমের সমর্থকেরা। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁর স্বামী তরণী জানাকেও। দলীয় কর্মীর আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদয় জানার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সমর্থকেরা। পরে পুলিশ এসে উদয়বাবুকে গ্রেফতার করলে বিক্ষোভ তুলে নেয় তৃণমূল। বর্ণালী জানাকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ অস্বীকার করে সিপিএম নেতা ভুবন খাটুয়া বলেন, “দিন কয়েক আগে উদয় জানাকে মারধর করেছিলেন ওই প্রার্থীর স্বামী। ওই ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। রবিবার ওই অভিযোগ প্রত্যাহারের হুমকি দিয়ে ফের মারধর করেন তরণী জানা। তবুও উদয়বাবুকেই ধরা হল।”

বনধে না আসায় বেতনে কোপ
বনধের দিন স্কুলে অনুপস্থিত থাকার শাস্তিস্বরূপ বারো জন শিক্ষকের এক দিনের বেতন কাটা হল। গত ২০ ফেব্রুয়ারি বামেদের বন্ধের দিন কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের ১২জন শিক্ষক অনুপস্থিত ছিলেন। এই জন্য তাঁদের আগেই শো-কজ করা হয়েছিল। সম্প্রতি বিদ্যালয় প্রশাসক প্রসেনজিৎ রায় সরকারের নির্দেশ অনুসারে ওই বারো জন শিক্ষকের এক দিনের বেতন কেটে নেওয়ার নির্দেশ দেন বলে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মহকুমা সম্পাদক জয়ন্ত রায় বলেন, “দেশের নাগরিক হিসেবে শিক্ষকদেরও ধর্মঘটে সামিল হওয়ার অধিকার রয়েছে। শিক্ষকরা ছুটির দরখাস্তও দাখিল করেছিলেন। কিন্তু বিদ্যালয় প্রশাসক ও প্রধান শিক্ষক সেই দরখাস্তকে গুরুত্ব না দিয়ে স্বৈরতান্ত্রিক ভাবে শিক্ষকদের এক দিনের বেতন কাটলেন।” প্রসেনজিৎবাবু বেতন কাটার কথা স্বীকার করে বলেন, “আমি সরকারি নির্দেশ পালন করেছি মাত্র।”

প্রেমিকার ঘাড়ে কোপ
মাংস কাটার চপার দিয়ে প্রেমিকার ঘাড়ে কোপ মারার অভিযোগ উঠল মাংস বিক্রেতার বিরুদ্ধে। সোমবার বিকালে ঘাটাল শহরের কুশপাতায় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। মাংস বিক্রেতা হরিহর সামন্ত থানায় আত্মসমর্পণ করেছেন। পূর্ণিমা সামন্ত নামে গুরুতর জখম ওই মহিলা ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ণিমা ১৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়ায় থাকেন। বিভিন্ন বাড়িতে রান্নার কাজ করেন তিনি। হরিহরের সঙ্গে দীর্ঘ দিন ধরে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে ইদানীং সংসারে অশান্তি হওয়ায় হরিহর ওই মহিলাকে এড়িয়ে চলতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে ওই মহিলা দোকানে এসে হরিহরের কাছে টাকা চান। রাজি না আচমকাই হরিহরের সোনার হার ধরে টানাটানি শুরু করেন পূর্ণিমা। তখন চপার দিয়ে পূর্ণিমার ঘাড়ে কোপ মারেন হরিহর।

নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
এক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। আগামী ৫ জুলাই চন্দ্রকোনার কুঁয়াপুরে অষ্টম শ্রেণির ওই কিশোরীর সঙ্গে চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জের এক যুবকের বিয়ে ঠিক হয়। রবিবার রাতে খবর পেয়ে ওই নাবালিকার বাড়িতে যান চন্দ্রকোনা ২-এর জয়েন্ট বিডিও জয়ন্ত রায় ও চন্দ্রকোনা থানার ওসি আশিস জৈন। ওই মেয়েটির সঙ্গে আলাদা করে কথাও বলেন তাঁরা। তারপর প্রশাসনের তরফে ওই কিশোরীর বিয়ে বন্ধ করার নির্দেশ দেন জয়েন্ট বিডিও। মেয়েটির বাবা তখন বাড়ি না থাকায় তার মা’র কাছ থেকে একটি মুচলেকাও লিখিয়ে নেন তিনি।

লালগড়ে উদ্ধার তিনটি মাইন
ফের জঙ্গলমহলে উদ্ধার হল মাইন। সোমবার লালগড়ের কাঁটাপাহাড়ি এলাকায় মধুপুর খালের কাছে একটি মোরাম রাস্তায় পোঁতা থাকা ৩টি ল্যান্ড মাইন উদ্ধার করল সিআরপি। আড়াআড়ি ভাবে পরপর তিনটি মাইন পোঁতা ছিল। সিআরপি’র ৬৬ নম্বর ব্যাটালিয়নের সিও সুমন্তকুমার ঝা বলেন, “এ দিন সকালে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে কাঁটাপাহাড়ি ক্যাম্পের সিআরপি জওয়ানেরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাইন তিনটির হদিশ পান। কোবরা বাহিনীর বম্ব ডিসপোজ্যাল স্কোয়াডের সদস্যরা এসে মাইনগুলি নিষ্ক্রিয় করে দেন। যেখানে মাইনগুলি মিলেছে এক সময় ওই এলাকায় প্রশিক্ষণ শিবির চালাত মাওবাদীরা।” পুলিশের অনুমান, বেশ কিছুদিন আগে মাইনগুলি পোঁতা হয়েছিল। প্রবল বর্ষণের ফলে মাটি ধুয়ে গিয়ে মাইনগুলির সংযোগকারী তার বেরিয়ে পড়েছিল।

সন্দেহভাজন আটক
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ শিশির অধিকারীর বাড়ির সামনে থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। কাঁথি শহরের করকুলিতে প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে রবিবার সন্ধ্যায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তারা যুবকটিকে ধরে কাঁথি থানার পুলিশের হাতে তুলে দেয়। নারায়ণ আড়ি নামে ওই যুবকের বাড়ি ভূপতিনগর থানার কায়েমগেড়িয়ায়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে করকুলিতে শিশিরবাবুর বাড়ির সামনে তাঁর ঘোরার কারণ জানার চেষ্টা করছে।

পত্রিকা প্রকাশ
‘মানবিক সংস্থান’ নামে এক সংস্থার পত্রিকা ‘রূপান্তর’-এর আনুষ্ঠানিক প্রকাশ হল রবিবার। জেলা পরিষদের সভাঘরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতর বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) পূর্ণচন্দ্র জানা, খড়্গপুর আইআইটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থসারথি দে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের প্রাক্তন অধিকর্তা সন্তোষকুমার ঘোড়ই। সাধারণ মানুষকে সমাজের বিভিন্ন দিক নিয়ে সচেতন করতেই এই পত্রিকা বলে উদ্যোক্তারা জানান।

দুর্ঘটনায় মৃত ২
লরির ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় বিনপুরের কুশবনির জঙ্গল রাস্তায় ঘটনাটি ঘটে। জামবনির গিধনিতে ফুটবল ম্যাচ দেখে মোটর সাইকেলে আঁধারিয়ায় ফিরছিলেন তিন বন্ধু। কুশবনির জঙ্গল রাস্তায় একটি লরিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মোটর সাইকেলের চালক সঞ্জয় মাহাতো (২৪)। ঘটনাস্থলেই সঞ্জয়ের মৃত্যু হয়। পরে রাতে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন জলেশ্বর হেমব্রম (২৩) মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন তাঁদের সঙ্গী মিরজা মুর্মু।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। বয়স আনুমানিক পঁয়ত্রিশ। সোমবার দুপুরে চন্দ্রকোনা রোড স্টেশনের কাছে সাতবাঁকুড়ায় খড়্গপুর-আদ্রা রেল লাইন পার হওয়ার সময় আদ্রাগামী একটি ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।

গ্রেফতার দুষ্কৃতী
সাইকেল চোরকে ধরল পুলিশ। রবিবার রাতে ঘাটাল শহরের ময়রাপুকুর থেকে সুরজিৎ অধিকারী নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন।

ছাত্র পরিষদের বিধান রায় স্মরণ
বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন স্মরণ করল ছাত্র পরিষদ। এদিন জেলা কংগ্রেস দফতরে বিধানচন্দ্র রায়ে প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন ছাত্র পরিষদের কর্মী- সমর্থকেরা। ছিলেন সংগঠনের জেলা সভাপতি মহম্মদ সইফুল।

ঝুলন্ত দেহ উদ্ধার
বাড়ি থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল সোমবার সন্ধ্যায়। নাম দেবপ্রিয়া মাইতি (১৫)। বাড়ি চণ্ডীপুর থানার হবিচক গ্রামে। সে স্থানীয় হাঁসচোড়া সিন্ধুবালা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

শহিদ স্মৃতি ট্রাস্ট
ছবি: পার্থপ্রতিম দাস।
নন্দীগ্রামে জমি-আন্দোলন পর্বে নিহতদের স্মরণে ভাঙাবেড়ায় তৈরি হচ্ছে শহিদ-স্মৃতিস্তম্ভ। তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর উদ্যোগে ‘শহিদ স্মৃতি ট্রাস্ট’ গড়ে এই স্তম্ভ তৈরি করা হচ্ছে। শহিদস্তম্ভের পাশে থাকবে দাতব্য চিকিৎসালয়, সর্বধর্ম প্রার্থনা কক্ষ ও অতিথি নিবাস। শুভেন্দু বলেন, “কলকাতার শহিদ মিনারের আদলে তৈরি ১৩০ ফুট উঁচু এই স্তম্ভ হবে নন্দীগ্রামের সব থেকে উঁচু নির্মাণকাজ।”

শ্লীলতাহানি, ধৃত
এক ছাত্রীকে উত্যক্ত করা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তার সহপাঠীকে গ্রেফতার করল পুলিশ। কাঁথি ১ ব্লকের নয়াপুটে শনিবারের ঘটনা। ধৃত শঙ্কর পাত্রকে রবিবার কাঁথি আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.