পদ্মশ্রীর জন্য তুলসীদাস বলরামের নাম রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের কাছে প্রস্তাব করল ইস্টবেঙ্গল ক্লাব। সেই প্রস্তাবিত চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে ফেডারেশনের কাছেও। ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, “তুলসীদাস বলরাম ইস্টবেঙ্গলের পাশাপাশি দেশকেও অনেক সাফল্য এনে দিয়েছেন। কিন্তু তাঁর প্রাপ্য সম্মান পাননি। সে জন্যই আমরা এই উদ্যোগ নিচ্ছি।” এরই সঙ্গে তিনি আরও যোগ করেন, “আমেদ খান, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায় সহ ইস্টবেঙ্গলে সাফল্যের সঙ্গে খেলে যাওয়া অনেক ফুটবলারই কিন্তু তাঁদের প্রাপ্য সম্মান পাননি। তাঁদের প্রাপ্য সম্মান এনে দিতে আগামী দিনে আমরা উদ্যোগ নিতে পারি।”
|
সুরেশ কলমডীর ক্রীড়া প্রশাসক কেরিয়ারে শেষমেশ যবনিকা পড়ে গেল। কমনওয়েলথ গেমসে আর্থিক কেলেঙ্কারির দায়ে দেশে ক্রীড়া প্রশাসনের যাবতীয় পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন কলমডী। তাঁকে নিয়ে প্রচুর বিতর্কও হয়েছিল। এ বার এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসেসিয়েশনের প্রেসিডেন্ট পদের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাতারের আল-হামাদের কাছে ১৮-২০ হেরে গেলেন কলমডী। |