বাজেয়াপ্ত তিন লক্ষ টাকার চোরাই কাঠ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
কুমারগ্রাম ব্লকের ছোটদলদলি গ্রামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বাড়ি-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্মীরা। রবিবার রাতে ও সোমবার সকালে ওই অভিযান চালানো হয়। ওই সেনা কর্মীর নাম সিরেন মোচারি। যদিও ওই সেনাকর্মীদের দাবি, “আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।” বক্সা ব্যঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি জানান, অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মীর বাড়ি থেকে এদিন সকালে শাল ও সেগুন মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ ভাবে চোরাই কাঠ কিনে তা মজুত করার একটি মামলা শুরু করা হয়েছে। এ ছাড়া সংকোশ চা বাগান, তুরতুরি ও চূনিয়া থেকে এ দিন আরও দুই লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে।
|
ছাগল ধরতে গিয়ে কুয়োয় মৃত চিতাবাঘ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ছাগল দেখে ঝাঁপিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে কুয়োয় পরে মৃত্যু হল চিতাবাঘের। গত রবিবার গভীর রাতে ডুয়ার্সের গুডহোপ চা বাগানের বড়া লাইনে ঘটনাটি ঘটে। সোমবার মালবাজার বন্যপ্রানী স্কোয়াডের কর্মীরা কুয়ো থেকে দেহটি উদ্ধার করেন। গুডহোপ এলাকায় শ্রমিকবস্তিতে প্রায় রাতেই চিতাবাঘ ছাগল, মুরগির লোভে হানা দিচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। রাতে ছাগলকে কুয়োর পাড়ে ঘুরতে দেখে ঝোপ থেকে চিতাবাঘ লাফিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে কুয়োয় পড়ে যায়। জলপাইগুড়ি বন্যপ্রানী-২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক জানান, মৃতটি একটি অপ্রাপ্তবয়ষ্ক স্ত্রী চিতাবাঘ। |