ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
স্কুলের মধ্যে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে হুগলির চণ্ডীতলার উগারদহ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সোমবার গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সৃজনকান্তি বিশ্বাস। বাড়ি রিষড়ায়। দু’দিন আগে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয়, এই অভিযোগ তুলে এ দিন স্কুলে এসে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা সুজনবাবুর উপরে চড়াও হন। তাঁকে বেড়ধক মারধর করা হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার স্কুল ছুটির পরে সৃজনবাবু একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে গিয়ে মেয়ের শ্লীলতাহানি করেন বলে থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন ছাত্রীটির বাবা। বাড়ি ফিরে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। সোমবার স্কুল শুরু হতেই কয়েকশো গ্রামবাসী এবং অভিভাবক সেখানে হাজির হন। তাঁরা অভিযুক্ত শিক্ষকের বদলিরও দাবি তোলেন। আগে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগও ওঠে। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীটিকে হাসপাতালে পাঠায় পুলিশ।
|
ত্রিবেণীতে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • মগরা |
ব্যাঙ্ক থেকে কয়েক হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধের কাছ থেকে টাকা-ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ত্রিবেণীর বিটিপিএস টাউনশিপের ১ নম্বর গেটের কাছে। কোচাটিয়ার বাসিন্দা জীবনকুমার চৌধুরী এ ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টা নাগাদ জীবনবাবু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ত্রিবেণী শাখা থেকে টাকা তোলেন। দুই যুবক মোটর বাইকে চেপে এসে তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও ওই ব্যাঙ্কের সামনে থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাস্তায় দুষ্কৃতীরা ওত পেতে থাকে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান জেলা পুলিশের ডিএসপি (ডিঅ্যান্ডটি) দেবশ্রী সান্যাল।
|
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার বিকেলে আরামবাগের মায়াপুর বাজারের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম বংশী হাজরা (৫০)। বাড়ি আরামবাগের আরান্ডি গ্রামে। এ দিন বিকেলে তিনি ওই বাজারে রাস্তা পার হবার সময়ে আরামবাগ থেকে তারকেশ্বরগামী একটি লরি তাঁকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহটি আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। লরিটি আটক করেছে পুলিশ। চালক পলাতক। |