টুকরো খবর
বালিকার হাত কাটা নিয়ে তদন্তের নির্দেশ
দাদাকে অপহরণ করার ঘটনা দেখে ফেলায় বোনের হাত কেটে দেয় দুষ্কৃতীরা। এই অভিযোগ নিয়ে সোমবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন ওই দু’জনের মা। নসমিনা খাতুন নামে ওই মহিলার অভিযোগের তদন্ত করতে রাজ্য গোয়েন্দা বিভাগকে নির্দেশ দিয়েছেন নীতীশ। তাঁর অভিযোগ, ৪ মে তাঁর ছেলে জুলফিকার আলম অপহৃত হয়। তাঁর বছর আটেকের মেয়ে উজমা তা দেখে ফেলায় তার হাত কেটে দেয় অপহরণকারীরা। দু’লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছেলেকে ফিরিয়ে আনলেও, গুরুতর জখম মেয়ে এখনও হাসপাতালে। মুখ্যমন্ত্রীর কাছে নসমিনার নালিশ, জেলার পুলিশ সুপার অভিযোগ নিতে চাননি। ওই ঘটনার জন্য ববি খান নামে এক জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। জনতার দরবারে ওই সময় উপস্থিত রাজ্য পুলিশের ডিজি অভয়ানন্দকে বিষয়টি দেখার নির্দেশ দেন নীতীশ। ডিজি তখনই রাজ্য গোয়েন্দা দফতরকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। পুলিশের তরফে জানানো হয়েছিল, রেল দুর্ঘটনায় ওই বালিকার হাত কাটা গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশের প্রেক্ষিতে বিভিন্ন মহলেই সংশয় ছড়িয়েছে।

দুর্ঘটনায় জখম এএপি নেত্রী সন্তোষ কোলি
দুর্ঘটনায় গুরুতর জখম হলেন আম আদমি পার্টি (এএপি)-র সদস্য এবং আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের সীমাপুরি কেন্দ্রের সম্ভাব্য মহিলা প্রার্থী সন্তোষ কোলি। রবিবার গাজিয়াবাদের কৌশম্বী মেট্রো স্টেশনের কাছে তাঁর মোটর বাইকে ধাক্কা মারে একটি গাড়ি। সন্তোষের মাথায় অস্ত্রোপচার হয়েছে এবং তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না। মোটর বাইকটি চালাচ্ছিলেন এএপি কর্মী কুলদীপ কানোয়ার। তাঁর সামান্য আঘাত লেগেছে। যদিও এটিকে দুর্ঘটনা বলে মানতে নারাজ এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, এটি সন্তোষকে খুনের চেষ্টা। আর এক এএপি নেতা কুমার বিশ্বাসের অভিযোগ, সীমাপুরির কংগ্রেস বিধায়ক বীর সিংহ ধিঙ্গার সমর্থকরা সন্তোষকে হুমকি দিচ্ছিলেন। সন্তোষের মা-ও জানিয়েছেন, আগেও চার বার হামলা হয়েছে মেয়ের উপর। পুলিশ জানিয়েছে, খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

ইসরোর সাফল্য
সোমবার রাত ১১টা ৪১ মিনিটে সতীশ ধবন উৎক্ষেপণ কেন্দ্র থেকে আকাশ ফুঁড়ে উঠল ইসরোর মহাকাশযান পিএসএলভি-সি২২। কক্ষপথে স্থাপন করল কৃত্রিম উপগ্রহ আইআরএনএসএস ১এ-কে। ভারতীয় উপমহাদেশে পরিবহণ যোগাযোগ ব্যবস্থাকে দিশা দেখাতে ৭টি উপগ্রহের মিলিত জিপিএস ব্যবস্থা গড়ে তোলা হবে। তার প্রথমটি পাঠানো হল এ দিন। এই ব্যবস্থা রয়েছে শুধু আমেরিকা, রাশিয়া, চিন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের।

ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা
ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল খুনের দায়ে জেলে বন্দি এক যুবক। শনিবার রাতে হাফলং জেলের ঘটনা। তদন্তের নির্দেশ দিয়েছেন জেল কর্তৃপক্ষ। পুলিশ জানায়, ওই বন্দির নাম অর্জুন মুণ্ডা। তদন্তকারীদের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন অর্জুন তাঁদের জানিয়েছে, বছর তিনেক জেলে থাকলেও, পরিজনরা কোনওদিন তার সঙ্গে দেখা করতে যায়নি। এ নিয়ে হতাশায় ভুগছিল বছর সাতাশের ওই যুবক। তা-ই আত্মহত্যার চেষ্টা করে। কী ভাবে জেলের ভিতরে ওই বন্দির কাছে ফিনাইল পৌঁছল তা নিয়ে সদুত্তর জেলকর্তারা দিতে পারেননি। সপ্তাহ তিনেক আগে ডিমা হাসাও জেলার ওই কারাগার থেকেই দুই জঙ্গি পালিয়ে যায়। এখনও তাদের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রের খবর, ২০০৮ সালে ওই জেল থেকেই গুলি চালাতে চালাতে চারজন জঙ্গি পালিয়ে গিয়েছিল।

দিল্লির নতুন লে. গভর্নর
বর্ষীয়ান আইএএস অফিসার তথা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজিব জঙ্গ সোমবার থেকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) হিসেবে নিযুক্ত হলেন। একই দিনে মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হল দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার কে কে পলের নাম। তাঁর স্ত্রী অমিতা পল এখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সচিব। এ ছাড়াও এ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন এলজি হিসেবে সাদার্ন আর্মির প্রাক্তন কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে সিংহের এবং পুদুচেরির এলজি হিসেবে পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য বীরেন্দ্র কাটারিয়ার নাম ঘোষণা করা হয়।

জামিন সুরজের
জিয়া খান আত্মহত্যা মামলায় সোমবার জামিন পেলেন সুরজ পাঞ্চোলি। সোমবার মুম্বইয়ের আদালতে পঞ্চাশ হাজার টাকার বন্ডে জামিন পান তিনি। অভিনেত্রী জিয়া খানের সঙ্গে উঠতি অভিনেতা সুরজের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ১১ জুন আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজকে গ্রেফতার করে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.