দুর্ঘটনায় গুরুতর জখম হলেন আম আদমি পার্টি (এএপি)-র সদস্য এবং আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের সীমাপুরি কেন্দ্রের সম্ভাব্য মহিলা প্রার্থী সন্তোষ কোলি। রবিবার গাজিয়াবাদের কৌশম্বী মেট্রো স্টেশনের কাছে তাঁর মোটর বাইকে ধাক্কা মারে একটি গাড়ি। সন্তোষের মাথায় অস্ত্রোপচার হয়েছে এবং তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না। মোটর বাইকটি চালাচ্ছিলেন এএপি কর্মী কুলদীপ কানোয়ার। তাঁর সামান্য আঘাত লেগেছে। যদিও এটিকে দুর্ঘটনা বলে মানতে নারাজ এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, এটি সন্তোষকে খুনের চেষ্টা। আর এক এএপি নেতা কুমার বিশ্বাসের অভিযোগ, সীমাপুরির কংগ্রেস বিধায়ক বীর সিংহ ধিঙ্গার সমর্থকরা সন্তোষকে হুমকি দিচ্ছিলেন। সন্তোষের মা-ও জানিয়েছেন, আগেও চার বার হামলা হয়েছে মেয়ের উপর। পুলিশ জানিয়েছে, খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। |
ইসরোর সাফল্য
সংবাদসংস্থা • শ্রীহরিকোটা |
সোমবার রাত ১১টা ৪১ মিনিটে সতীশ ধবন উৎক্ষেপণ কেন্দ্র থেকে আকাশ ফুঁড়ে উঠল ইসরোর মহাকাশযান পিএসএলভি-সি২২। কক্ষপথে স্থাপন করল কৃত্রিম উপগ্রহ আইআরএনএসএস ১এ-কে। ভারতীয় উপমহাদেশে পরিবহণ যোগাযোগ ব্যবস্থাকে দিশা দেখাতে ৭টি উপগ্রহের মিলিত জিপিএস ব্যবস্থা গড়ে তোলা হবে। তার প্রথমটি পাঠানো হল এ দিন। এই ব্যবস্থা রয়েছে শুধু আমেরিকা, রাশিয়া, চিন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের। |
ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল খুনের দায়ে জেলে বন্দি এক যুবক। শনিবার রাতে হাফলং জেলের ঘটনা। তদন্তের নির্দেশ দিয়েছেন জেল কর্তৃপক্ষ। পুলিশ জানায়, ওই বন্দির নাম অর্জুন মুণ্ডা। তদন্তকারীদের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন অর্জুন তাঁদের জানিয়েছে, বছর তিনেক জেলে থাকলেও, পরিজনরা কোনওদিন তার সঙ্গে দেখা করতে যায়নি। এ নিয়ে হতাশায় ভুগছিল বছর সাতাশের ওই যুবক। তা-ই আত্মহত্যার চেষ্টা করে। কী ভাবে জেলের ভিতরে ওই বন্দির কাছে ফিনাইল পৌঁছল তা নিয়ে সদুত্তর জেলকর্তারা দিতে পারেননি। সপ্তাহ তিনেক আগে ডিমা হাসাও জেলার ওই কারাগার থেকেই দুই জঙ্গি পালিয়ে যায়। এখনও তাদের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রের খবর, ২০০৮ সালে ওই জেল থেকেই গুলি চালাতে চালাতে চারজন জঙ্গি পালিয়ে গিয়েছিল। |