ব্যাঙ্ক লাইসেন্স চেয়ে আবেদন টাটা-বিড়লারও
সংবাদসংস্থা • মুম্বই |
টাটা, বিড়লা-সহ সরকারি-বেসরকারি মোট ২৬টি সংস্থা ব্যাঙ্ক খোলার জন্য লাইসেন্স চেয়ে রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন করেছে। সোমবার ছিল এই আর্জি পেশের শেষ দিন। এর মধ্যে রয়েছে টাটা সন্স, আদিত্য বিড়লা নুভো, এলআইসি হাউসিং ফিনান্স, রিলায়্যান্স ক্যাপিটাল, বজাজ ফিনসার্ভের মতো সংস্থা। কেন্দ্রীয় ডাক বিভাগও আবেদন জমা দিয়েছে। এ ছাড়াও ক্ষুদ্র-ঋণ সংস্থা বন্ধন, রেলিগেয়ার এন্টারপ্রাইজেস, ম্যাগমা ফিনকর্প, শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স, মুথুট ফিনান্সের মতো সংস্থা রয়েছে এই তালিকায়। তবে ২৬টি সংস্থা আবেদনপত্র জমা দিলেও, তারর মধ্যে ক’টি সংস্থাকে অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানায়নি আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর ডি সুব্বারাও আগেই জানিয়েছিলেন অনেক সংস্থা আবেদন করলেও, সবাইকে যে লাইসেন্স দেওয়া হবে তা নয়। বরং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় যথাসম্ভব স্বচ্ছতা বজায় রাখা হবে। |
বিদেশি ঋণ মেটাল আর-কম, ১২% বাড়ল শেয়ার দর
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিদেশের ব্যাঙ্কগুলির কাছ থেকে ঋণ নেওয়া প্রায় ৬,০০০ কোটি টাকা (১০০ কোটি ডলার) শোধ দিল রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম)। ২০০৭ সালে নেওয়া এই ঋণ গত ত্রৈমাসিকেই শোধ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। পাশাপাশি, প্রায় ১,২০০ কোটি টাকার (২০.৭০ কোটি ডলার) অন্য একটি ঋণও তারা ওই সময়ে মিটিয়েছে। এই খবরে সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে আর-কমের শেয়ার দর বেড়েছে ১২.১৯%। |
স্টেট ব্যাঙ্কের ফি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এ বার গ্রাহকদের এসএমএস পরিষেবার দিতে বছরে ৬০ টাকা ফি নেবে বলে জানাল স্টেট ব্যাঙ্ক। প্রতি ত্রৈমাসিকে ১৫ টাকা হারে তা কাটা হবে। বিভিন্ন পরিষেবা বাবদ আয় কমার কারণে এই সিদ্ধান্ত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আগামী দিনে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও এই পথে হাঁটতে পারে বলে তাদের মত। ইতিমধ্যে কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক এই চার্জ নেওয়ার কথা জানিয়েছে। |
ডিজেল বাড়ল ৫৯ পয়সা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সোমবার মধ্যরাত থেকে ডিজেলের দাম বাড়ল লিটার পিছু ৫০ পয়সা। কর যোগ করে কলকাতায় তা লিটারে ৫৯ পয়সা বেড়ে হল ৫৫.১৬ টাকা। চলতি বছরে এই নিয়ে ৭ বার বাড়ল ডিজেলের দর। ডলারে টাকার দর পড়ে যাওয়ায় বেড়েছে আমদানি খরচ। সে কারণে এই বৃদ্ধি, জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। ভর্তুকিতে ডিজেল বিক্রির ফলে ক্ষতি দাঁড়ায় লিটারে ২.৬২ টাকা। সম্প্রতি টাকার দর পড়ে যাওয়ায় ক্ষতি বেড়ে হয় ৮.৬০ টাকা।
|
ভোডাফোনের প্রস্তাব
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিল্লি, মুম্বই ও কলকাতা সার্কেলে হাতে থাকা টুজি স্পেকট্রাম ধরে রাখতে নগদে ৪,০০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করল ভোডাফোন। লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে ২০ বছর করা-সহ স্পেকট্রাম ব্যবহার খাতে মোট আয়ের ৩% খরচ ধরে এই টাকা জমা দিতে চায় সংস্থা। আগামী বছরেই ওই ৩ সার্কেলে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে। সেখানে তৃতীয় দফার নিলাম হওয়ার কথা। |