কংগ্রেসের রাজনগর ব্লকের সভাপতি, কিছু নেতা ও বেশ কিছু কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন সোমবার। তৃণমূলের দাবি, এ দিন তাঁদের দলে যোগদান করেছেন প্রায় পাঁচশো জন। বিকেলে সিউড়ির তৃণমূল ভবনে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা দিয়ে তাঁদেরকে আহ্বান জানান তূণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সদ্য প্রাক্তন কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি উত্পল সিংহ বলেন, “সিপিএমের বিরোধিতা করব বলে দক্ষিণপন্থী রাজনৈতিক দল কংগ্রেস করতাম। কিন্তু বর্তমানে না সেটা সম্ভব হচ্ছে,না মানুষের জন্য কিছু করা যাচ্ছে। তাই এই সিদ্ধান্ত।” অনুব্রতবাবুও বলেন, “ওঁরা মানুষের হয়ে কাজ করার জন্যেই আমাদের দলে এসেছেন।” যদিও কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “আমাদের দলের কেউ অন্য দলে যোগ দেননি। তবে উত্পল সিংহের সঙ্গে তৃণমূলের সখ্যতা দীর্ঘদিনের। তাই ওঁকে পঞ্চায়ত নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
|
সাড়ে পাঁচ কেজি গাঁজা-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, সিউড়ি লাইনপাড়ার বাসিন্দা বাপি খান ও রুটিপাড়ার বাসিন্দা ইসমাইল লস্কর এলাকায় দাগি দুষ্কৃতী হিসেবে পরিচিত। রবিবার রাতে সিউড়ি রেলস্টেশন মোড় থেকে তাদের ধরা হয়। সোমবার ধৃতদের সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
বোলপুর থেকে প্রকাশিত ‘ইলোরা’ লিটল ম্যাগাজিনের ‘নাটকের বর্ষ কথা’ সংখ্যা প্রকাশিত হয়েছে। ওই সংখ্যায় সমগ্র রাজ্যে গত বছর কোন কোন নাট্য সংস্থা কতগুলি নাটক মঞ্চস্থ করেছে, কতগুলি নতুন নাটক মঞ্চস্থ হয়েছে, নতুন নাটকের সংস্থার খবর লিপিবদ্ধ করা হয়েছে। আর রয়েছে বিভিন্ন নাট্য সংস্থার পুরস্কার প্রদান অনুষ্ঠান ও পুরস্কার প্রাপকের নাম।
|
রূপসী বাংলা ট্রেনটির যাত্রাপথ সঙ্কুচিত করার প্রতিবাদে সোমবার পুরুলিয়া স্টেশনে যৌথ ভাবে বিক্ষোভ দেখাল এসএফআই এবং ডিওয়াইএফআই। এ দিন বিকেলে রূপসী বাংলা ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে হাওড়ার দিকে রওনা দেওয়ার আগে কিছুক্ষণের জন্য ট্রেনটিকে অবরোধ করে রাখেন দুই সংগঠনের সদস্য-সমর্থকেরা। পুরুলিয়ার স্টেশন ম্যানেজার শ্যামাপ্রসাদ মজুমদার জানিয়েছেন, স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। |