টুকরো খবর
আহত তৃণমূল কর্মীর মৃত্যু, পথ অবরোধ
২১ জুন অন্ডালে মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে কমলাপতি ছামার (২২) নামে এক তৃণমূলকর্মী সিপিএম কর্মীর হাতে মার খেয়েছিলেন বলে অভিযোগ। সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর। এর জেরে অভিযুক্ত সিপিএমকর্মীকে গ্রেফতারের দাবিতে অন্ডাল-হরিপুর রাস্তার বহুলার কাছে সোমবার দুপুরে প্রায় তিন ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজ চলছে। তৃণমূল নেতা তথা পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী সন্দীপ সরকারের অভিযোগ, গত ২১ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বাড়ি ফেরার পথে তাঁদের দলীয় কর্মী, বহুলার বাসিন্দা কমলাপতিকে মারধর করেন স্থানীয় সিপিএম কর্মী সুরেশ তেওয়ারি। তার পর সুরেশ জখম অবস্থায় কমলাপতিকে পাশের জঙ্গলে ফেলে দিয়ে চলে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা কমলাপতিকে উদ্ধার করে কাল্লা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। যদিও সুরেশবাবুর দাবি, অভিযোগ মিথ্যা। সন্দীপবাবুর অভিযোগ, ঘটনার পরে সুরেশের নামে অন্ডালের বনবহাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও তাঁকে গ্রেফতার করেনি। সিপিএমের দামোদর অজয় জোনাল কমিটির সম্পাদক তুফান মণ্ডল বলেন, “পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক।”

হোটেলে আগুন
ঘটনাস্থলে দমকল। —নিজস্ব চিত্র।
সিটি সেন্টারের একটি হোটেলে আচমকা আগুন লেগে যায় সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পরে দমকলের একটি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্বে আনে। হোটেলের আধিকারিক সৌম্য মুখোপাধ্যায় জানান, রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে যায় পাশের ঘরে। হোটেল থেকে শ’খানেক মিটার দূরে একটি শপিং মল রয়েছে। আগুনের খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানেও। কিন্তু দমকলের অফিস কাছে হওয়ায় দ্রুত একটি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়।

জলপ্রকল্পের দায়িত্ব রানিগঞ্জ পুরসভার
এডিডিএ-র তৈরি একটি জলপ্রকল্পের দায়িত্ব নিল রানিগঞ্জ পুরসভা। সোমবার এডিডিএর মুখ্য কার্যনির্বাহী বাস্তুকার নীরজ কুমার রানিগঞ্জ পুরভবনে পুরপ্রধান অনুপ মিত্রের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানেই তাঁর হাতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়। অনুপবাবু জানান, ২০১০ সালের সেপ্টেম্বরে তৎকালীন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। ১ লক্ষ ২০ হাজার গ্যালন জল এই প্রকল্প থেকে সরবরাহ করা হচ্ছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত রানিগঞ্জের জল সমস্যা পুরোপুরি মিটবে না বলে এডিডিএ-কে জানিয়েছিলেন তাঁরা। এডিডিএ জানায়, ২০১৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

অস্ত্র-সহ ধৃত তিন
অবৈধ অস্ত্রের কারবারে জড়িত সন্দেহে তিন জনকে বারাবনি ও রানিগঞ্জ থেকে ধরেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। মিলেছে অস্ত্রও। বারাবনি থানার ভানোড়া মোড় থেকে পুলিশ শেখ জিয়ারুল ও মহম্মদ আখতার নামে দুই ব্যক্তিকে ধরে। এদের কাছ থেকে দু’টি পাইপগান ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়। রানিগঞ্জের সাহেবগঞ্জ এলাকা থেকেও মুক্রিম আনসারি নামে এক ব্যক্তিকে ধরে পুলিশ। তার কাছ থেকে একটি পাইপগান ও তাজা কার্তুজ মিলেছে।

বাসের ধাক্কায় মৃত্যু
বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় কুলটির লিথুড়িয়া রোডে সোদপুর ওয়ার্কশপের কাছে মৃত্যু হল অশোক দত্ত (৫০) নামে এক মোটরবাইক আরোহীর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.