টুকরো খবর
দলীয় কার্যালয়ে ভাঙচুর, নালিশ
ফরাক্কায় শাসকদলের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের নালিশ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ব্লক তৃণমূল সভাপতি সৌমেন পাণ্ডের অভিযোগ, শনিবার রাতে ভোট প্রচার সেরে দেলোয়ারপুরের কর্মীরা গ্রামেরই নির্বাচনী কার্যালয়ে ঢোকেন। কংগ্রেস সমর্থকরা আচমকা চড়াও হয়ে কার্যালয়ে ভাঙচুর করে। মারধর করা হয়। কয়েকজন কংগ্রেস কর্মীর নামে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। ওই ঘটনার জড়িত থাকার অভিযোগে পুলিশ হাকিমুল শেখ ও ফাইজুল শেখ নামে স্থানীয় দুই যুবককে গ্রেফতার করেছে। অন্য দিকে ব্লক কংগ্রেস সভাপতি আনসার আলি বলেন, “ধৃতেরা এলাকার দুষ্কৃতী। তাদের সঙ্গে দলের কোনও সংযোগ নেই।”

পতাকা ছেঁড়ায় অভিযুক্ত তৃণমূল
তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল। শাসকদলের অভিযোগ, শনিবার রাতে বেলডাঙার মহুলা-১ পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিরোধীরা তাদের পতাকা ও ফেস্টুন ছিঁড়েছে। ওই পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, “দিন কয়েক ধরে আমাদের জেলা পরিষদের ৫৯ নম্বর আসনের প্রার্থী গোলাম আহমেদ শরিফকে বিরোধীরা লাগাতার ভয় দেখাচ্ছে। এ দিন আমাদের পতাকা ও ফেস্টুনও ছেঁড়া হয়েছে। রবিবার বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিজেপির সমালোচনা
রমজান মাসকে সামনে রেখে রাজ্য সরকার পঞ্চায়েত ভোট বানচাল করতে চাইছে বলে অভিযোগ বিজেপি’র রাজ্য সভাপতি রাহুল সিংহের। রবিবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে বিজেপি’র ওই নেতা বলেন, “সুপ্রিম কোর্ট যখন ভোটের দিন ঘোষণা করল, তখন তৃণমূল বা সরকার পক্ষের আইনজীবীরা রথযাত্রা ও ২১ জুলাই শহিদ দিবসের কথা বললেও কেউ রমজান মাসের বিষয়টি তোলেননি। পরে তৃণমূলের রমজানের কথা মনে পড়ল। আসলে ভোট বানচাল করার কৌশল হিসেবে রমজান মাসকে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল।”

আটক বিদায়ী প্রধান
ধুবুলিয়া-১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান কংগ্রেসের চিত্ত পোদ্দার রবিবার রাতে পঞ্চায়েত অফিসে ঢুকলে তৃণমূল কর্মীরা ঘিরে ধরেন। হাজির হন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পুলিশ গেলেও রাত পর্যন্ত ঘেরাও ছিলেন ওই প্রধান। তৃণমূলের দাবি, দুর্নীতি সংক্রান্ত নথি লোপাটের জন্যই ওই প্রধান পঞ্চায়েতে গিয়েছিলেন। অভিযুক্ত চিত্তবাবুর সাফাই, “মোটরবাইকের কভার আনতে পঞ্চায়েতে গিয়েছিলাম।” কিন্তু রাতে কেন? সদুত্তর মেলেনি।

নিগ্রহ রোধে কমিটি
এলাকায় নারী নিগ্রহ রোধে নজরদারি বাড়াতে কমিটি গড়লেন রঘুনাথগঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মহিলারা। কমিটির সম্পাদক রিজান খাতুন বলেন, “রাজ্যে মেয়েরা নিরাপদে নেই। পুলিশের উপর সম্পূর্ণ ভরসা করা যাচ্ছে না। তাই নারী নির্যাতনরোধে এই প্রচেষ্টা।”

ছাত্রের ঝুলন্ত দেহ
বেসরকারি ইঞ্জিনায়রিং কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার রাতে কল্যাণীর এ ব্লকের একটি আবাসন থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ধ্রুবজ্যোতি হাজরা (২১) নামের ওই ছাত্রের বাড়ি বর্ধমানের মন্তেশ্বরে। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান ওই যুবক আত্মহত্যা করেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

দেওয়াল চাপায় মৃত্যু
দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। নাম বিধান হাজরা (১৬)। বাড়ি কান্দির পাতেন্ডা গ্রামে। পুলিশ সূত্রের খবর, শনিবার সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছিল এলাকায়। বিকেলের দিকে ঘরের দেওয়াল ধসে জখম হয় ওই কিশোর। গোকর্ণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রাঘাতে মৃত্যু
শনিবার বিকেলে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মিলন দাস (২৭) নামে এক যুবকের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.