বন্যার জল কাজিরাঙাতেও
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বন্যায় বিপর্যস্ত অসম। ক্ষতিগ্রস্তের সংখ্যা ইতিমধ্যেই ২০ হাজার ছাড়িয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ব্রহ্মপুত্রে জল বেড়ে যাওয়ায় কাজিরাঙা জাতীয় উদ্যানেও সতর্কতা জারি করা হয়েছে। ওই অরণ্যের বুড়াপাহাড় এবং বাগোরি রেঞ্জে জল ঢুকে পড়ায় পশুপাখিরা উঁচু জমির দিকে এগচ্ছে। কাজিরাঙা কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাশিকারিদের হাত থেকে ওই সব প্রাণীদের বাঁচাতে নজরদারি চলছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বছরের প্রথম বন্যায় ডুবেছে রাজ্যের ছ’টি জেলার অনেকটা। আজ ব্রহ্মপুত্রের জল আরও বেড়ে যাওয়ায় গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটির মধ্যে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রবল বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র, জিয়াঢল, জিয়াভরালি, সুবনসিড়ি নদীর বাঁধ উপচে ধেমাজি, লখিমপুর, তিনসুকিয়া, যোরহাট, গোলাঘাট, কামরূপ, করিমগঞ্জ জেলার প্রায় ১৩০০ হেক্টর জমি ভেসে গিয়েছে।
|
|
হঠাৎ বৃষ্টি, দুর্গাপুরের পুলিশ কিয়স্কে আশ্রয় নিল তিন সারমেয়। |
|
বৃক্ষরোপণ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহর হলদিয়ায় বৃক্ষরোপন ও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করল এক ভোজ্য তেল শোধনাগার সংস্থা। রবিবার দুপুরে হলদিয়ার হেলিপ্যাড ময়দানে ওই কর্মসূচি পালিত হয়। এ দিন কারখানার টেকনিক্যাল ও কমার্শিয়াল বিভাগকে দু’টি টিমে ভাগ করে ক্রিকেট প্রতিযোগিতা হয়। সেই খেলায় কমার্শিয়াল টিমকে ৬৩ রানে হারিয়ে জয়ী হয় টেকনিক্যাল টিম। এর পর ওই ময়দানেই ১০০টি চারাগাছ রোপণ করেন তাঁরা। সংস্থার প্রকল্প প্রধান সুনীল লোধি বলেন, “শিল্প-দূষণ রুখতে আমরা এ ভাবে মোট এক হাজার চারাগাছ লাগাব।”
|
পোষ্যকে খুন
সংবাদসংস্থা • হিউস্টন |
প্রতিবেশীর উপর রাগ মেটাতে তাঁদের পোষ্যটিকেই মেরে, টুকরো টুকরো করে রান্না করলেন টমাস এলিয়ট হাগিনস নামের এক ব্যক্তি। রবিবার তাঁকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
|
চিতাবাঘের হামলায় এক শিশু-সহ ৪ জন গুরুতর জখম হয়েছে। গত রাতে যোরহাটের তিতাবর জঙ্গলে ঘটনাটি ঘটে। বন দফতর সূত্রের খবর, কাজ সেরে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফেরার পথে আক্রমণ করে চিতাবাঘটি।
|
|
শিলিগুড়ির বেতগাড়ায় হাতির হামলায় ভেঙে যাওয়া ঘর। এক বৃদ্ধা জখম হন।—নিজস্ব চিত্র। |
|