নিজেদের দেশে আরও বেশি লগ্নি টানতে ভারত সফরে আসা বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদল রবিবার পা রাখল কলকাতায়।
ইতিমধ্যেই মুম্বই ও চেন্নাই ঘুরে প্রায় ৯ কোটি ডলারের (৫৪০ কোটি টাকা) ১২টি চুক্তি সই করেছে ৩০ জনেরও বেশি সদস্যের ওই দলটি। নেতৃত্বে আছেন বাংলাদেশ লগ্নি পর্ষদের এগ্জিকিউটিভ চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ। এ দিন কলকাতাতেও মোট ৫০ লক্ষ ডলারের (৩০ কোটি টাকা) দু’টি মউ সই করে তারা। এ ছাড়া যৌথ উদ্যোগে লগ্নির জন্য দু’দেশ যে ক্ষেত্রগুলিকে চিহ্নিত করেছে, তার মধ্যে আছে হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি, ওষুধ, পর্যটন, বস্ত্র, প্লাস্টিক।সিআইআইয়ের আয়োজনে দুই প্রতিবেশী রাষ্ট্রের লগ্নি-বৈঠকের চূড়ান্ত পর্বে, এ দিন ভারতের ইয়ং ইঞ্জিনয়ারিং ক্যালিবারেশন ও ইউবি একজিম-এর সঙ্গে দু’টি চুক্তি হয় বাংলাদেশের আর্মা গোষ্ঠীর। ইস্পাতের সেতু তৈরির জন্য সে দেশের লগ্নি পর্ষদের কাছে ইচ্ছাপত্র জমা দিয়েছে টিটাগড় ওয়াগন লিমিটেডও। ভারতের শিল্পমহলের কাছে সিআইআই ভাইস প্রেসিডেন্ট সুমিত মজুমদারের আর্জি, “ভারত থেকে বাংলাদেশে বিনাশুল্কে রফতানির সুযোগ নিন।” বাংলাদেশকে এশিয়ায় লগ্নির ‘অনাবিষ্কৃত গন্তব্য’ আখ্যা দিয়ে দু’দেশের বাণিজ্যিক সহযোগিতা পোক্ত করার ডাক দেন সৈয়দ সামাদ ও ভারত-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাতলাব আহমেদের মতো প্রতিনিধিরা।
|
ডলারে টাকার দাম কিছুটা বাড়ায় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে ঋণে সুদ কমানোর রাস্তায় হাঁটা সহজ হবে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সি রঙ্গরাজন এই ইঙ্গিত দিয়েছেন।
রঙ্গরাজন শনিবার ‘পরিসংখ্যান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, গত ১০ জুন ঋণনীতি ফিরে দেখতে গিয়ে সুদ কমাতে পারেনি শীর্ষ ব্যাঙ্ক। যদিও পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে সার্বিক মূল্যবৃদ্ধির হার কমই ছিল। শিল্প পণ্যের মূল্যবৃদ্ধিও ছিল ৩ শতাংশের নীচে। কিন্তু রঙ্গরাজন বলেন, “টাকার দাম বাড়ার প্রবণতা বজায় থাকলে এর পরের বার ঋণে সুদ কমানোর সুযোগ থাকবে রিজার্ভ ব্যাঙ্কের সামনে।” আগমী ৩০ জুলাই রিজার্ভ ব্যাঙ্ক আবার তার ঋণনীতি পর্যালোচনা করবে। শিল্পমহল ইতিমধ্যেই ঋণে সুদ কমানোর পক্ষে জোরালো সওয়াল করছে। শিল্পোৎপাদন বৃদ্ধির হারকে টেনে তুলতে শিল্পের হাতে কম সুদে ঋণ জোগানো জরুরি বলে মত অর্থনীতিবিদদেরও। প্রসঙ্গত, গত ২৬ জুন ডলারে টাকা ৬০-এর নীচে নেমে গেলেও ২৮ জুন তা ৮০ পয়সা বেড়ে যায়। ফলে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৯.৩৯ টাকা।
|
|
ভবিতব্য আগেই স্থির হয়ে গিয়েছিল। রবিবার সেই বৃত্ত সম্পূর্ণ হল।
সঙ্গীতরসিক থেকে বিপণির কর্মী, সবার আবেগ-অশ্রুর মধ্যেই পাকাপাকি
ভাবে বন্ধ হয়ে গেল মিউজিক ওয়ার্ল্ড। ছবি: দেবস্মিতা চক্রবর্তী। |
|
বিমান জ্বালানি এটিএফের দাম এক ধাক্কায় ৫.৮% বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এই নিয়ে টানা দু’বার দাম বাড়ল এটিএফের। ডলারে টাকার পতনকেই এর জন্য দায়ী করেছে তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, এর ফলে মাঝরাত থেকেই কলকাতায় প্রতি কিলোলিটার বিমান জ্বালানি ৩,৭৩৭ টাকা বেড়ে হল ৭৫,৯৯৪ টাকা। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দাবি, ডলারে টাকার মূল্য ৬০-এর নীচে নামায় আমদানির খরচ অনেকটা বেড়েছে। সেই কারণে এতটা বাড়ানো হল দাম।
|
|
বাজারে এল আশা অডিও-র অ্যালবাম ‘টেগোর অ্যান্ড উই ২’। এর
রবীন্দ্রসঙ্গীতগুলি গেয়েছেন সুনিধি চহ্বাণ। এটি তাঁর রবীন্দ্রসঙ্গীতের প্রথম
অ্যালবাম বলে জানিয়েছে সংস্থা। এ ছাড়া গেয়েছেন শ্রাবণী সেন প্রমুখ।
সম্প্রতি অ্যালবামটির উদ্বোধনে রাজ্যপাল এম কে নারায়ণন। |
|