আনন্দplus এক্সক্লুসিভ
ফিরিঙ্গি
হু দিন ধরে মানুষের কৌতূহল ছিল ‘লুক’টা নিয়ে।
যে দিন থেকে ঘোষণা হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরের ছবি ‘জাতিস্মর’য়ে অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সে দিন থেকেই লোকের মনে প্রশ্ন ছিল, কেমন লাগবে নতুন ‘অ্যান্টনি’কে?
গত বুধবার মুম্বইয়ের ভারসোভার স্টুডিয়োতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, মেক-আপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড়ের তত্ত্বাবধানে ফাইনাল হল ‘লুক’টা।
প্রসেনজিতের ইনপুট, মেক-আপ আর্টিস্টের সঙ্গে আলোচনা— সব কিছুর মধ্যে দিয়ে তিন ঘণ্টা পরে চূড়ান্ত হল লুক।
ধীরে ধীরে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ হয়ে উঠলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিল একমাত্র আনন্দplus.

জল খাওয়াও ছেড়ে দিয়েছি
সে দিন তিনি স্টুডিয়োতে পৌঁছবার সঙ্গে সঙ্গেই চারিদিকে ব্যস্ততা।
“এই লুকটা ভীষণ চ্যালেঞ্জিং,” সৃজিতের কাঁধে হাত রেখে বলছিলেন প্রসেনজিৎ। এর মধ্যেই ঘরে ঢুকলেন মেক-আপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড়। এর আগে ‘মনের মানুষ’ ছবিতেও লালন ফকিরের লুকটা ফাইনাল করেছিলেন তিনিই। “বিক্রম, এখন তো আমার দাড়ি, মনে হয় একটু শেভ করা উচিত, না হলে মেক-আপের গোঁফ-দাড়ি স্টিক করবে না,” বলেন প্রসেনজিৎ।
কথামতো আনা হল ট্রিমার। দাড়ি কামাতে কামাতেই প্রসেনজিৎ বলছিলেন কী অক্লান্ত পরিশ্রম তিনি করছেন এই রোলটার জন্য। “আমি এখানে এক ট্রেনারের কাছে সকাল-বিকেল ট্রেন করছি। আমার এনার্জি দেখে একদিন তো ট্রেনার জিজ্ঞেস করে ফেলল, আপনার বয়স কি ৩৭-৩৮? আসল বয়সটা বলাতে বিশ্বাসই করছিল না,” হাসতে হাসতে বলছিলেন। তিনিই জানালেন এই ছবির জন্য আরও ওজন কমাচ্ছেন। সে জন্য মুম্বইয়ের রাস্তায় সকাল-সকাল জগিংও করছেন রোজ। “শুধু তা-ই নয়, খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। এমনকী জলও খুব কম খাচ্ছি। ওয়াটার ইনটেক সাঙ্ঘাতিক কমিয়ে দিয়েছি,” বলছিলেন ‘অ্যান্টনি’।

একেবারেই অ্যান্টনি ফিরিঙ্গির রিমেক নয়
আসলে ঘোষণা হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে ‘জাতিস্মর’ ‘হট প্রপার্টি’।
একেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ-সৃজিত জুটি সুপারহিট, তার ওপর ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছবির সাবজেক্ট। উত্তমকুমার অভিনীত চরিত্র— সব মহলেই উত্তেজনা তুঙ্গে।
নতুন কবিয়াল
যে সব বই পড়ে চিত্রনাট্য সাজিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র গুপ্ত-র ‘কবিজীবনী’
প্রফুল্ল চন্দ্র পাল-এর ‘প্রাচীন কবিওয়ালার গান’
নিরঞ্জন চক্রবর্তীর ‘ঊনবিংশ শতাব্দীর পাঁচালি ও বাঙালি সাহিত্য’
মদন বন্দ্যোপাধ্যায়ের ‘কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি’
অসিত বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’-এর চতুর্থ খণ্ড

“অ্যান্টনি ফিরিঙ্গি আমার কাছে একটা ফ্যাসিনেটিং ক্যারেকটার,” ফোটোশ্যুটের দিন সকালে লোখণ্ডওয়ালার হোটেলে বসে বলছিলেন সৃজিত।
তিনি জানালেন, ছবিতে যজ্ঞেশ্বরীর চরিত্রে অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায় এবং ভোলা ময়রার চরিত্রে খরাজ মুখোপাধ্যায়।
প্রসঙ্গত উত্তমকুমার অভিনীত ছবিটিতে যজ্ঞেশ্বরীর ভূমিকায় অভিনয় করেছিলেন রুমা গুহঠাকুরতা। “আর কী কো-ইন্সিডেন্স, এই ছবিতে যজ্ঞেশ্বরীর গলার গানগুলোও গেয়েছেন রুমা গুহঠাকুরতার মেয়ে শ্রমণা,” বলছেন সৃজিত।
এই ছবিতে কবীর সুমনের সুরে শ্রমণা ছাড়াও গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য-রা। এ ছাড়া পরিচালক সুমন মুখোপাধ্যায়কে দিয়েও গান গাইয়েছেন কবীর সুমন। তাঁর বিখ্যাত ‘জাতিস্মর’ গানটিও থাকবে ছবিতে।
‘জাতিস্মর’ নিয়ে বিস্তর পড়াশোনাও সেরে ফেলেছেন সৃজিত। “অ্যান্টনি ফিরিঙ্গি নিয়ে সে রকম কোনও তথ্য নেই। তাই প্রচুর পড়াশোনা করতে হচ্ছে আমাদের। এ ব্যাপারে অধ্যাপক দেবদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের বিস্তর সাহায্য করেছেন। আজকের যে বাংলা ব্যান্ড মুভমেন্ট তার অরিজিনাল ট্রেস যে এই কবিগানের মধ্যে থেকেই এসেছে সেটাও ছুঁয়ে যাওয়া হবে এই ছবিতে,” বলেন পরিচালক।
এ ছাড়াও আরও দু’টো চমক থাকছে ছবিতে, কিন্তু এই মুহূর্তে কেউ-ই সে ব্যাপারে মুখ খুলতে চাইছেন না।
পরিচালক অবশ্য খোলাখুলিই জানাচ্ছেন, এই ছবিটা কোনও মতেই পুরনো ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র রিমেক নয়।
“একেবারেই ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র রিমেক নয় ‘জাতিস্মর’। এটা একটা ২০১৩-র লাভ স্টোরি। এক জন মানুষের স্মৃতির মাধ্যমে আমরা অ্যান্টনি ফিরিঙ্গির সময়টা দেখতে পাই। বাট ইট’স আ ভেরি মডার্ন লাভ স্টোরি,” সাফ জানাচ্ছেন সৃজিত।

অ্যান্টনির সঙ্গীরা

স্বস্তিকা মুখোপাধ্যায়

রাহুল

রিয়া সেন


যিশু সেনগুপ্ত

অনন্যা চট্টোপাধ্যায়

খরাজ মুখোপাধ্যায়

‘আমি যামিনী, তুমি শশী হে’ গানটা থাকবে
এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন রিলায়্যান্স এন্টারটেনমেন্ট আর রানা সরকার। জানা গেল আগামী দু’বছর অন্তত ৮-১০টা বাংলা ছবি যৌথ ভাবে প্রযোজনা করবেন তাঁরা।
‘জাতিস্মর’ ছবির শ্যুটিং শুরু ৩ জুলাই থেকে। ছবির একটা অংশ প্যারিসেও শ্যুট করা হবে।
“আমরা প্যারিস যাচ্ছি পয়লা অগস্ট,” বলছিলেন রানা। এ ছাড়াও ঠনঠনিয়া কালীবাড়ি (ফিরিঙ্গি কালীবাড়িতে শ্যুটিং করতে অসুবিধা বলে), বোলপুরে শ্যুটিং হবে ছবির। তবে এই ছবিতে উত্তমকুমারের নায়িকা তনুজাকে খুঁজে পাবেন না দর্শক। “না, তনুজার চরিত্রটি থাকছে না। কিন্তু আমরা সারেগামা-র সঙ্গে কথা বলেছি। অ্যান্টনি ফিরিঙ্গি নিয়ে ছবি হচ্ছে আর ‘আমি যামিনী, তুমি শশী হে’ গানটা থাকবে না, এটা হতে পারে না,” জানালেন সৃজিত।
এখন দেখার প্রসেনজিৎ-সৃজিত জুটির যুগলবন্দি কী ভাবে ফিরিয়ে আনে বাঙালির অতি প্রিয় ‘অ্যান্টনি’কে?
সেই ‘অ্যান্টনি’, যাঁর প্রসঙ্গেই হয়তো কবীর সুমন লিখেছিলেন,
জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে,
মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে।

(পরের সংখ্যায় থাকবে ‘ফিরিঙ্গি’র আরও ছবি)



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.