নারী নির্যাতন রোধে তাঁর সরকার সক্রিয়, বারবার এই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্য মেয়েদের জন্য নিরাপদ নয়, এ কথাও মানতে নারাজ তিনি। অথচ জেলায় জেলায় লাফিয়ে বাড়ছে ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ। কোথাও ধর্ষিতা অন্তঃসত্ত্বা তরুণী, কোথাও নির্যাতনের শিকার সদ্য কিশোরী, কোথাও বা বৃদ্ধা।
সাত মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে ধর্ষণের অভিযোগে বেলপাহাড়িতে গ্রেফতার হয়েছেন অবসরপ্রাপ্ত এক প্রাথমিক শিক্ষক। ধৃত মন্মথনাথ বরাট সিপিএমের বেলপাহাড়ি লোকাল কমিটির প্রাক্তন সদস্য। তিনি হাতুড়ে, মাদুলি-তাবিজও দেন। বৃহস্পতিবার মেছুয়া গ্রামের বছর সাতাশের ওই তরুণী মন্মথবাবুর কাছে ‘দৈব-ওষুধ’ নিতে গিয়েছিলেন। অভিযোগ, তখনই তাঁকে ধর্ষণ করেন মন্মথবাবু। পরে সালিশি সভা ডেকে বিষয়টি মিটমাটের চেষ্টা হয়। কিন্তু স্থানীয় কংগ্রেস নেতা সুব্রত ভট্টাচার্যের মধ্যস্থতায় ওই তরুণী ও তাঁর স্বামী শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার দুপুরে বছর পঁয়ষট্টির মন্মথবাবুকে গ্রেফতার করে পুলিশ।
এক বধূকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেফতার হয়েছে উত্তর ২৪ পরগনার বাগদার কুলধরপুর-শীলপাড়ায়। মহিলা জানিয়েছেন, গত ৩ জুন রাতে তিনি ছেলেকে নিয়ে শুয়েছিলেন। স্বামী বাড়িতে ছিলেন না। গভীর রাতে জানলা দিয়ে ঘরে ঢোকে তপন শীল নামে ওই যুবক। প্রথমে লোকলজ্জায় তিনি চুপ থাকলেও পরে স্বামীই তাঁকে থানায় যেতে বলেন। |
পুলিশ সুপারের বিরুদ্ধে শনিবারও পথে নামলেন খোরজুনার মহিলারা। ছবি: গৌতম প্রামাণিক |
এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার শহরে। ৬০ বছরের ওই বিধবা মহিলা বাড়িতে একাই থাকতেন। শুক্রবার রাতে বেড়া কেটে তাঁর ঘরে ঢোকে পড়শি যুবক রতন দাস। বৃদ্ধাকে ধর্ষণ করে সে। শনিবার ভোরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। রতনকেও তাঁরা ধরে ফেলেন। গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক কিশোরীকে মাদক খাইয়ে বেঁহুশ করে বিহারের গ্রামে নিয়ে গিয়ে তিন দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ওই কিশোরীকে বিহার থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত উমের আলিকে। রানিগঞ্জের পুরনমল গোপালডাঙায় ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বছর পনেরোর এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার আসানসোল নিম্ন আদালত ধৃত কিশোরকে জুভেনাইল হোমে পাঠিয়েছে। নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও। শনিবার বিকেলে ভাঙড় থানার বোদরার বুড়ানগোড় থেকে ওই ঘটনায় অভিযুক্ত শাহিদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক কিশোর গ্রেফতার হয়েছে গাইঘাটার ঠাকুরনগরে। ধৃত পাপ্পু মণ্ডল দশম শ্রেণির ছাত্র। বাড়ি বাংলাদেশের বাগেরহাটে। স্থানীয় শিমুলতলার হাজরাতলায় ভাড়া থাকে সে। শুক্রবার সকালে দশম শ্রেণির ওই ছাত্রী সাইকেলে গৃহশিক্ষকের বাড়ি যাচ্ছিল। তখন পাপ্পু তাকে সাইকেল থেকে নামিয়ে হাত ধরে টানাটানি করে। স্থানীয়রাই প্রথমে তাকে মারধর করে। পরে পুলিশ এসে পাপ্পুকে ধরে।
নারী নির্যাতনে লাগছে রাজনীতির রং-ও। দুর্গাপুরে বেনাচিতির ধুনুরা প্লট এলাকায় বাড়ির মালিকের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন ভাড়াটিয়ার স্ত্রী। মহিলার দাবি, ঘটনার পরে পালানোর সময় বাড়ির মালিক অসীম অধিকারী বলে যান, ‘আমি তৃণমূলের নেতা। কাউকে কিছু বলে লাভ হবে না।’ শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়ার সাঁতুড়িতে ভোট-প্রচারে বেরনো তৃণমূলের মহিলা কর্মীকে মারধর করে শ্লীলতাহানির অভিযোগে সিপিএমের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। |