সূর্যনেল্লি-কাণ্ডে ধর্ষিতা মহিলার আবেদন খারিজ করল কেরলের দায়রা আদালত। ওই মহিলার অভিযোগ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা পি জে কুরিয়েন মূল অভিযুক্তদের এক জন। তাই তাঁর বিরুদ্ধেও তদন্ত শুরু হোক। শনিবার দায়রা আদালত জানায়, গণধর্ষণ-কাণ্ডে দোষী সাব্যস্ত শুধু ধর্মরাজনের বয়ানের উপর ভিত্তি করে পি জে কুরিয়েনকে দোষী সাব্যস্ত করা যায় না। কারণ, ধর্মরাজন প্রথমে বলেছিলেন ঘটনার দিন তিনি নিজে কুরিয়েনকে কুমিলি গেস্ট হাউসে নিয়ে যান। কিন্তু পরে ধর্মরাজন নিজেই অস্বীকার করেন তাঁর বয়ান।
|
আলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে বৃহস্পতিবার রাতে রাজশাহি জেল থেকে ঢাকার কাশিমপুর জেলে নিয়ে আসা হয়েছে। তাঁকে ভারতে ফেরত পাঠানোর জন্যই বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মে মাসে দেশে ফেরার আবেদন জানান চেটিয়া। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বিদেশ মন্ত্রকের মাধ্যমে এই আলফা নেতাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের সঙ্গে কথাও হয়েছে।
|
পশ্চিম বাগদাদের আবু গ্রাহিব এলাকায় একটি বাজারে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৭ জনের। আহত আরও ১২ জন। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ওই বিস্ফোরণটি ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। চলতি বছরে শুধু মে মাসেই বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার। |