এডওয়ার্ড স্নোডেনের ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় পাওয়া নিয়ে বৃহস্পতিবারও ধোঁয়াশা কাটল না। আমেরিকায় ফোন ও নেটে আড়িপাতার বন্দোবস্তের কথা ফাঁস করে দিয়েছেন গুপ্তচর সংস্থা এনএসএ-র প্রাক্তন কর্মী স্নোডেন। কিউবা হয়ে ইকুয়েডরে যাওয়ার পথে এখন মস্কোর বিমানবন্দরে তিনি। পাঁচ দিন কাটিয়েছেন বিমানবন্দরের ‘ট্রানজিট লাউঞ্জেই’। প্রথমে ইকুয়েডরের বিদেশমন্ত্রী রিকার্ডো প্যাটিনো জানান, স্নোডেনকে আশ্রয় দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে কয়েক মাস লাগতে পারে। পরে আবার তিনি জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। এক দিনেও ওই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ইতিমধ্যে আশ্রয়ের জন্য স্নোডেনকে দেওয়া ইকুয়েডরের একটি অনুমতিপত্র প্রকাশ করে একটি টিভি চ্যানেল। পরে ইকুয়েডর সরকার জানায়, ওই অনুমতিপত্রের কোনও মূল্য নেই। কেউ তা দিয়ে থাকলে গোলমালের দায়িত্বও তাঁকেই সামলাতে হবে। আবার রুশ সরকারের এক কর্তার দাবি, মস্কো ছেড়ে কিউবা বা অন্য কোথাও যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র স্নোডেনের নেই।
পুরনো খবর: বিমানবন্দরে স্নোডেন, প্রত্যর্পণে নারাজ রাশিয়া
|
ছিটমহল সমস্যার সমাধান না হলে আইনি লড়াই শুরুর হুমকি দিলেন ছিটমহলের বাসিন্দারা। বুধবার ভারত-বাংলাদেশ তিন বিঘা সীমান্তে আয়োজিত একটি সমাবেশে যোগ দেন ১৬২টি ছিটমহলের বাসিন্দারা। ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা গোলাম মোস্তফা ও দীপ্তিমান সেনগুপ্তের মতে, ভারতের সংবিধান সংশোধন করে এখনই ছিটমহল সমস্যার সমাধান করা উচিত। সংসদের বাদল অধিবেশনে এই বিষয়ে বিল পাশের দাবি জানিয়েছেন দীপ্তিমানবাবু।
|
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করার হুমকি দেওয়ায় সাত বছর কারাদণ্ড হল শিক্ষকের। ২৮ বছরের হাফিজুর রহমান রানা হুমকির পাশাপাশি হাসিনাকে অসম্মানও করেছেন। জামিন পাওয়ার পরে তিনি গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
|
পাকিস্তানের কোট লাখপত জেলে মৃত্যু হল এক ভারতীয় বন্দির। ৫০ বছরের জাকির মুমতাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে অনুমান জেল কর্তৃপক্ষের। |