বাজ পড়ে মৃত্যু চার জনের
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
একই দিনে বাজ পড়ে পৃথক তিনটি এলাকায় ৪ জন মহিলার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় জখম হয়েছেন এক মহিলা সহ ৯ জন। শুক্রবার দুপুর সাড়ে তিনটে থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটনাগুলি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার কুশগ্রাম ও বরুণা এলাকায়। পুলিশ জানায়, মৃতদের নাম ফিরোনি মাহাতো (৪০), রিজিয়া মাহাতো (৬০), কণিকা মাহাতো (১৭) ও সাবিনা ইয়াসমিন (১৮)। পেশায় দিনমজুর ফিরোনিদেবী ও রিজিয়াদেবীর বাড়ি কুশগ্রাম এলাকায়। ওই গ্রামেরই অপর প্রান্তে কণিকাদেবীর বাড়ি। পেশায় দিনমজুর সাবিনাদেবীর বাড়ি বরুণা এলাকায়। পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে ফিরোনিদেবী ও রিজিয়াদেবী বাড়ির পাশে জমিতে ধান কাটার কাজ করছিলেন। সেই সময় বাজ পড়লে গুরুতর জখম হন তাঁরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিন বিকালে কুশগ্রামের পৃথক একটি এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় কণিকাদেবীর। বাড়ির নলকূপ থেকে জল তুলছিলেন তিনি। সেই সময় বাজ পড়লে ঘটনাস্থলে মারা যান তিনি। একই সময়ে বরুণা এলাকায় বাজ পড়ে সাবিনাদেবীর মৃত্যু হয়। তিনি জমিতে ধানকাটার কাজ করছিলেন। সেই সময় বাজ পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। সব মিলিয়ে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় বাজ পড়ে এদিন এক মহিলা সহ ৯ জন জখম হন। তাঁদের মধ্যে তিন জনকে রায়গঞ্জ জেলা হাসপাতাল ও ছ’জনকে কালিয়াগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। মৃতদের পরিবারগুলি যাতে সরকারি নিয়মে দ্রুত ক্ষতিপূরণ পায় তা ব্যবস্থা করা হবে।”
|
চাকা অকেজো, থমকে ট্রেন
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বাতানুকূল কামরার এক জোড়া চাকা অকেজো হয়ে পড়ায় প্রায় ৫ ঘণ্টা থমকে থাকল চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেস। শুক্রবার ভোর ৪ টে নাগাদ হরিশ্চন্দ্রপুর ও মিলনগড় স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। পরে বাতানুকূল কামরাটিকে মূল ট্রেন থেকে আলাদা করা হয়। কামরার যাত্রীদের স্থানান্তরিত করে সকাল ৯ টায় চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেয়। ভুবনেশ্বরের কাছে ওই বাতানুকূল কামরার ত্রুটি ধরা পড়ে। রেল কর্তৃপক্ষ সেই বাতানূকূল কামরাটিকে না বদলানোয় চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেসের যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তদন্তের নির্দেশ দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম। ডিআরএম অরুণ কুমার শর্মা বলেন, “বাতানুকূল কামরার চাকা খারাপ হওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। অকেজো কামরাটি নিউ জলপাইগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।” ওই বাতানুকূল কামরার যাত্রী শিলিগুড়ির মিলনপল্লীর স্বর্ণ ব্যবসায়ী সমীরণ বণিক বলেন, “ভুবনেশ্বর স্টেশন ছাড়ার পরই আমাদের কোচটির নিচে প্রচন্ড শব্দ হচ্ছিল। এতটাই জোরে শব্দ হচ্ছিল যে কোচের টিকিট পরীক্ষককে অভিযোগ করি। ভোরে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে যায়। বাইরে বেরিয়ে দেখি আমাদের কোচের নিচের চাকা দিয়ে ধোয়া বের হচ্ছে।” ওই কামরার যাত্রীদের প্রশ্ন, “খড়্গপুরে কামরাটি পাল্টে দেওয়া হল না কেন?”
|
তড়িদাহত হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
তড়িদাহত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে গোয়ালপোখর থানার মান্নাবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সাজিনা বেগম (৪০)। তাঁর বাড়ি ওই এলাকাতে। এদিন রাতে ঘরের একটি বিদ্যুতের ‘স্যুইচ অন’ করতে গিয়ে তিনি তড়িদাহত হন। |