কথা বলে নিন, রায় দিয়েই যাব

• বিকেল ৩.১০
সুপ্রিম কোর্টে বিচারপতি এ কে পট্টনায়ক ও রঞ্জন গগৈ-এর এজলাসে শুনানি শুরু।

রাজ্য সরকারের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম কলকাতা হাইকোর্টে মামলা চলছিল। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা চলছিল। যেদিন হাইকোর্ট চূড়ান্ত রায় দেবে বলে জানাল, সেদিনই কমিশন সুপ্রিম কোর্টে চলে এল।
বিচারপতি পট্টনায়ক
আমাদের এই মামলা শোনার অধিকার নেই, বলছেন?
সুব্রহ্মণ্যম অবশ্যই আছে। সব সময় আছে। অলওয়েজ, অলওয়েজ উইথ ক্যাপিটাল এ।
বিচারপতি পট্টনায়ক কেন্দ্র কী বলতে চায়?
কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) রাকেশ খন্না আমাদের হাতে এখন বাহিনী নেই। উত্তরাখণ্ড, হিমাচলে উদ্ধারকাজ চলছে। অন্ধ্রে তেলেঙ্গানা আন্দোলন সামলাতে বাহিনী লাগছে। অমরনাথ যাত্রায়, ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযানে বাহিনী নিয়োগ করতে হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে সাধারণত কেন্দ্রীয় বাহিনী দেওয়াই হয় না। সেখানে পশ্চিমবঙ্গে আগে থেকেই ৪২ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। সম্প্রতি আরও ৬ কোম্পানি দেওয়া হয়েছে। ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনে ৪৫ কোম্পানি দেওয়া হয়েছিল। সে হিসেবে এ বার এখনই তার চেয়ে বেশি দেওয়া হয়ে গিয়েছে। পাশাপাশি রাজ্যের নিজের বাহিনী রয়েছে তো!
বিচারপতি পট্টনায়ক আপনাদের কত বাহিনী লাগবে?
মোট ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে। মনোনয়ন পর্ব থেকেই ৩০০ কোম্পানি মোতায়েন থাকা চাই। কেন্দ্র যে ৪২ কোম্পানি বাহিনীর কথা বলছে, সেটা তো জঙ্গলমহলে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য দেওয়া হয়েছে। আর রাজ্য বলেছে, তাদের ৫৫ হাজার নিরাপত্তা কর্মী রয়েছে। কিন্তু ভোটে তার কতটা নিয়োগ করা হবে, সেটা জানায়নি।
বিচারপতি পট্টনায়ক কমিশন কত দফায় নির্বাচন চায়?
পাঁচ দফায়।
সুব্রহ্মণ্যম চার দফা চেয়েছিলাম। কিন্তু পাঁচ দফায় আপত্তি নেই।
বিচারপতি পট্টনায়ক কত দফায়, কোথায় কবে ভোট হবে, ঠিক করার জন্য রাজ্যের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে?
সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ী আলোচনার প্রয়োজন নেই।
বিচারপতি পট্টনায়ক কবে কবে ভোট চাইছে, কমিশন বলুক।
৬, ১০, ১৪, ১৮ ও ২১ বা ২২ জুলাই।
রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১০ জুলাই রথযাত্রা। ২১ জুলাই শহিদ দিবস রয়েছে।
বিচারপতি পট্টনায়ক হ্যাঁ রথে তো সবাই আবার পুরী যায়! সে ক্ষেত্রে অন্য দু’দিন হতে পারে। ৬, ১১, ১৫, ১৯ ও ২২ জুলাই

• বিকেল ৩.৩০
বিচারপতি পট্টনায়ক নির্বাচন কমিশন, কেন্দ্র আর রাজ্য একসঙ্গে বসে ঠিক করুক, কোন দফায় কে কত বাহিনী দেবে। ২০ মিনিট সময় দেওয়া হচ্ছে। আমরা এক কাপ কফি খেয়ে আসছি।
সুব্রহ্মণ্যম কিন্তু রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব তো কলকাতায় রয়েছেন।
বিচারপতি গগৈ সে ক্ষেত্রে আর একটু বেশি সময় নিন। রায় আমরা আজকেই ঘোষণা করব।
বিচারপতি পট্টনায়ক সে ক্ষেত্রে দু’কাপ কফি খেতে পারি।
কেন্দ্র যে বলছে বাহিনী নেই?
বিচারপতি পট্টনায়ক রাজ্য বলুক কত দেবে। যতটা কম পড়বে, সেটা আমরা কেন্দ্রকে দেওয়ার নির্দেশ দেব। দে হ্যাভ অল দ্য রিসোর্সেস।

• বিকেল ৩.৩৫
সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরিতে বৈঠক শুরু

• বিকেল ৩.৫৫
বিচারপতিরা এজলাসে চলে এলেন। তখনও বৈঠক চলছে।

• বিকেল ৩.৫৬
রাজ্যের আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য: আরও কিছুটা সময় লাগবে
বিচারপতি গগৈ আমরা অপেক্ষা করব। রায় ঘোষণা করেই যাব।

• বিকেল ৪টে
ফের শুরু শুনানি

সুব্রহ্মণ্যম একটা সমস্যা রয়েছে। ১০ জুলাই থেকে রমজান মাস শুরু হচ্ছে। হয় তার আগে, না হলে ৯ অগস্টের পরে ভোট হোক।
বিচারপতি পট্টনায়েক কবের মধ্যে নির্বাচন শেষ করতে হবে? পঞ্চায়েতের মেয়াদ ফুরোচ্ছে কবে?
কল্যাণ ইতিমধ্যেই ফুরোতে শুরু করেছে।
বিচারপতি পট্টনায়ক ভোটের দিন নিয়ে রাজ্য আর কমিশন একমত। তারিখ আর বদল হবে না। এ বার রাজ্য কত বাহিনী দিতে পারবে বলুক।
সুব্রহ্মণ্যম আমরা ভোটগ্রহণ কেন্দ্রের পরিসরের ভিত্তিতে বলছিলাম, রাজ্যের বাহিনীই যথেষ্ট। কিন্তু কমিশন বুথ ভিত্তিক বাহিনী চাইছে। সে ক্ষেত্রে প্রতি দফায় আমরা গড়ে ৩৫ হাজার করে বাহিনী দেব। বাকিটা কেন্দ্রকে দিতে হবে অথবা অন্য রাজ্য থেকে আনতে হবে।
এএসজি খন্না কিন্তু ৬ তারিখ ভোট হলে এত দ্রুত বাহিনী জোগাড় করা সম্ভব নয়।
বিচারপতি পট্টনায়ক তা হলে কবে ভোট হবে?
১১, ১৫, ১৯, ২২ ও ২৫ জুলাই (কবে কোথায় ভোট, তার তালিকা জমা দেওয়া হল)। প্রথম দু’দফায় ১৫ হাজার, পরের দু’দফায় ২৫ হাজার এবং শেষ দফায় ২ হাজার কর্মী কেন্দ্রকে দিতে হবে।
এএসজি খন্না আমাদের এত বাহিনী নেই।
বিচারপতি গগৈ মিস্টার খন্না, আপনার কথা শুনেছি। এ বার রায় শুনুন।

• বিকেল ৪.১৫
রায় ঘোষণা
রাজ্যের আইনজীবীরা আমরা তো কবে কোন জেলায় ভোট, জানতেই পারলাম না।
বিচারপতি পট্টনায়ক আপনাদের জন্য পড়ে দিচ্ছি। সহকারীদের নোট নিতে বলুন। না হলে সাংবাদিকদের থেকে জেনে নেবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.