ঘর আগলাচ্ছেন মানস
কংগ্রেসকে কোণঠাসা করতে চাইলেন শুভেন্দু
ক জন কংগ্রেসের ঘাঁটিতে গিয়ে কংগ্রেসকেই কোণঠাসা করতে চাইলেন। বাম বিরোধী ভোট কাটাকাটি রুখতে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানালেন। অন্য জন কংগ্রেসের ঘাঁটি আগলে রাখার চেষ্টা করে গেলেন।
প্রথম জন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি কংগ্রেসের খাসতালুক জয়পুর ও পুরুলিয়া শহর লাগোয়া ছড়রায় জনসভা করেন। অন্য জন তৃণমূলের প্রাক্তন জোট শরিক কংগ্রেস নেতা মানস ভুঁইয়া এ দিন সাঁওতালডিহিতে সভা করেন।
ছড়রার জনসভায় শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার পুরুলিয়ার জঙ্গলমহল বলরামপুরে গিয়ে শুভেন্দু শান্তি চিরস্থায়ী করার ডাক দিয়েছিলেন। শুক্রবার তিনি ছক পাল্টে কংগ্রেসের এলাকা হিসেবে পরিচিত জয়পুরের সভায় গিয়ে সিপিএমকে সুবিধা না করে দিতে বাম বিরোধী ভোট কাটাকাটি আটকাতে বললেন। উল্লেখ্য, এই জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও কংগ্রেস প্রার্থীর ভোট কাটাকাটিতে গত বিধানসভা ভোটে জয়ী হন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই শুভেন্দু এ দিন বক্তব্য রাখেন। তিনি বলেন, “কংগ্রেস পরিচালিত ইউপিএ-২ সরকার দুর্নীতিতে নিমগ্ন। ওদের ভোটে জিততে গেলে এখন ক্রাচ লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে উন্নয়নের নতুন ধারা শুরু হয়েছে।” অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভার সদস্য মানসবাবু অভিযোগ করেন, রাজ্যে সরকারের পরিবর্তন হলেও আইন শৃঙ্খলার উন্নতি হয়নি। নারী পাচার ও নির্যাতনের ক্ষেত্রে প্রাক্তন বামফ্রন্ট সরকারের তুলনায় বর্তমান তৃণমূল সরকারের আমলে কোনও উন্নতি হয়নি।
সাঁওতালডিহিতে মানস ভুঁইয়া।
পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “নারী নির্যাতনে দেশের মধ্যে এই রাজ্য প্রথম। শিশু ও নারী পাচার, ধর্ষণ খুনের ঘটনায় বুদ্ধবাবুর সরকার ও দিদিমণির সরকার- দু’জনেই সমান। কী পরিবর্তন করলাম আমরা?”
মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় এলেই নিয়ম করে জেলার পর্যটন ও শিল্পের উন্নয়নে রাজ্য সরকারের রূপরেখা নিয়ে কথা বলেন। সেই সূত্র ধরেই এ দিন মানসবাবুর মন্তব্য, “পুরুলিয়ায় প্রাকৃতিক সৌন্দর্য্যর ডালি সাজানো। কিন্তু এই সরকার আগের সরকারের মতোই পর্যটন শিল্পেরও উন্নয়ন করতে পারেনি। শিল্পক্ষেত্রে বিকাশেরও কোনও সম্ভাবনা তৈরি হয়নি এখানে।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোটে থাকা কংগ্রেস প্রার্থী ৫৮৫ ভোটের ব্যবধানে সিপিএমের প্রার্থীকে পরাজিত করেছিলেন। পাড়া পঞ্চায়েত সমিতিও সিপিএমের। এ বার পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি। ওয়াকিবহাল মহলের মতে, পাড়া পঞ্চায়েত সমিতি দখল করার সুপ্ত ইচ্ছা থেকেই কংগ্রেস তৃণমূল সরকারের সমালোচনা করে নিজেদের দিকে বামবিরোধী ভোট টানতে চাইছে। সেই লক্ষ্যেই এ দিন তৃণমূল ও বিগত সিপিএম সরকারকে এক সারিতে বসিয়ে সমালোচনা করে গেলেন মানসবাবু।

—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.