|
|
|
|
|
|
পূর্ব কলকাতা |
পুর-উদ্যোগ |
দাবার টানে
নিজস্ব প্রতিবেদক |
ছেলেমেয়েদের মধ্যে দাবা জনপ্রিয় করে তুলতে সর্বভারতীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিল দক্ষিণ দমদম পুরসভা। সম্প্রতি রবীন্দ্র ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় অসম, হায়দরাবাদ, মুম্বই, বিহার এবং বাংলাদেশের ৪০০ দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কোনও বয়সের সীমা না থাকায় ছেলেমেয়েদের সঙ্গে ৯০ বছরের প্রবীণরাও অংশগ্রহণ করেছেন।
ফাইনালে প্রথম হন অসমের নন্দন বুড়া গাইন। দ্বিতীয় ও তৃতীয় হন কে বিজয়কান্ত ও শুভ্রদিত্ত দাস। তিন বিজয়ীদের ট্রফি ছাড়াও ৫০, ৩০ ও ২০ হাজার টাকার আর্থিক পুরস্কার দেন দমদমের সাংসদ তৃণমূলের সৌগত রায় এবং দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান তৃণমূলের অঞ্জনা রক্ষিত। |
|
পুরপ্রধান অঞ্জনা রক্ষিত বললেন, “দাবা প্রশিক্ষণের জন্য চলতি বছরের শুরুতে একটি প্রশিক্ষণ ক্যাম্প খোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে দাবা খেলার উৎসাহ দেখে আমরা পুর-উদ্যোগে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছি। দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও বাংলাদেশের দাবাড়ুদের সঙ্গে আমাদের ছেলে-মেয়েদের লড়াইয়ের সাহস জোগানোই ছিল আমাদের মূল লক্ষ্য। সে ক্ষেত্রে আমরা সফল।” |
|
|
|
|
|