|
|
|
|
|
|
টুকরো খবর |
স্ট্রোকের বিরুদ্ধে |
দেশে বছরে প্রায় ২০ লক্ষ মানুষ স্ট্রোকের শিকার হন। তাঁদের মধ্যে এক তৃতীয়াংশের মৃত্যু হয়। যাঁরা বেঁচে থাকেন, তাঁদের মাত্র ৩০ শতাংশ চিকিৎসার পরে আগের জীবনে ফিরতে পারেন। বাকিদের মেনে নিতে হয় নানা ধরনের পঙ্গুত্ব। সম্প্রতি স্ট্রোক ফাউন্ডেশন অফ বেঙ্গল-এর সপ্তম বার্ষিক সভায় স্ট্রোকের ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি দীপেশ মণ্ডল বলেন, “শহর ও গ্রামাঞ্চলে স্ট্রোকের বিরুদ্ধে লড়াইয়ের সচেতনতা বাড়িয়ে তোলাই আমাদের উদ্দেশ্য। স্ট্রোক শুধু এক জন ব্যক্তি নয়, গোটা পরিবার, এমনকী সমাজের ক্ষেত্রেও বিপর্যয় ডেকে আনে। স্ট্রোকের পরে বহু মানুষ কাজের ক্ষমতা হারান, তাই আর্থিক বোঝাও বেড়ে চলে।”
|
সম্রাট অশোকের জীবন অবলম্বনে নৃত্যানুষ্ঠান ‘মোক্ষগতি’-তে অলকানন্দা রায়।
সম্প্রতি জি ডি বিড়লা সভাগারে।
আয়োজনে ‘মুক্তি’। সহযোগিতায় ‘পশ্চিমবঙ্গ
সংশোধনাগার
পরিষেবা দফতর’ এবং ‘টাচ ওয়ার্ল্ড’। ছবি: দেশকল্যাণ চৌধুরী
|
রূপম ইসলাম ও পিলু ভট্টাচার্য। ‘শব্দকল্পদ্রুম’ ছবির শীর্ষ সঙ্গীতের
রেকর্ডিং-এ।
সম্প্রতি ঢাকুরিয়ার একটি স্টুডিওয়। ছবি: শুভাশিস ভট্টাচার্য |
|
|
|
|
|
|