সব কিছু ঠিকঠাক চললে এ বার সিএবি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের যুদ্ধ আটকে থাকছে সামি আহমেদ ও মনোজ তিওয়ারির মধ্যে। আগামী ৪ জুলাই বর্ষসেরা নির্বাচনে বসছেন বাংলার নির্বাচকরা।
সিএবি-র গরিষ্ঠ অংশের অভিমত, যেহেতু সামি এ বার জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, তাই তাঁরই বর্ষসেরা-র পুরস্কার পাওয়া উচিত। তা ছাড়া চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় দলেও ডাক পেয়েছেন সামি। তাঁর আর এক প্রতিদ্বন্দ্বী অশোক দিন্দাকে আবার গত বছরের মতো তত ভয়ঙ্কর মনে হয়নি এ বার। উল্টো দিকে নির্বাচকদের কারও কারও মনে হচ্ছে, জাতীয় দলের হয়ে মনোজের পারফরম্যান্সও খারাপ নয়। বরং মনোজকে বর্ষসেরার পুরস্কার দিয়ে সামিকে বর্ষসেরা বোলার করে দেওয়াটা ঠিক হবে। এক নির্বাচক বলছিলেন, “পরিসংখ্যান উল্টে দেখুন। মনোজ ভারতীয় দলে যে ক’টা সুযোগ পেয়েছে, সব ক’টায় রান পেয়েছে। বাংলা থেকে কয়েক জনেরই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি আছে। তার মধ্যে ও একজন।”
পাশাপাশি এ বছর সিএবি-র লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে প্রাক্তন বাংলা ক্রিকেটার সমর চক্রবর্তী। সিএবি-র আজীবন স্বীকৃতির জন্য গত বছর চুনী গোস্বামীর পাশাপাশি সমর চক্রবর্তীর নামও উঠেছিল। পুরস্কার শেষ পর্যন্ত চুনী পান। এ বার তাই সমরকে পুরস্কার দেওয়ার কথা প্রায় মনস্থির করে ফেলেছেন সিএবি কর্তারা। চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিএবি তথা বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া লন্ডন থেকে আইসিসি বৈঠক সেরে ফিরলে। আগামী ২০ জুলাই সিএবি-র বার্ষিক অনুষ্ঠান। ৩১ জুলাই সিএবি-র বার্ষিক সাধারণ সভা। |