বড় পরিবার তবু সুখী পরিবার এটাই এখন হয়তো হতে পারে ধোনি পরিবারের ‘ট্যাগ’। যা ক্রিকেট বিশ্বের সামনে তুলে ধরতে চাইছেন খোদ ভারত অধিনায়কই।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে স্বভাবতই মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেট-পরিবারে খুশির জোয়ার। সবাই আনন্দে ডগমগ। আত্মবিশ্বাসে ভরপুর। মাঠে ক্রিকেটটাও তাই ভাল হওয়ার আশা। ফলে ত্রিদেশীয় সিরিজের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখতেই ফেভারিটের তকমা আঁটা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়া-র গায়ে। এটা অবশ্য নতুন কিছুও নয়। ভারত খেলবে, অথচ ক্রিকেটপ্রেমীরা সাফল্যের প্রত্যাশা নিয়ে বসে থাকবে না, তা হয় নাকি? এ বারও তাতে ব্যতিক্রম নেই। অবশ্য তার জন্য তেমন চাপও নেই ভারতীয় শিবিরে। ধোনি যেটা বারবার করে সবাইকে বোঝাবার চেষ্টা করছেন, সেটা হল, দলের এই ‘ফিল গুড’ হাওয়া। ক্যাপ্টেন কুল-এর বক্তব্য, দলের এই দারুণ পরিবেশের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো কঠিন লড়াই জেতা সম্ভব হল। এটাই এখন দলের আসল শক্তি। |
সাংবাদিক বৈঠকের ফাঁকে ছোট্ট আড্ডা। জামাইকায় তিন
অধিনায়ক ব্রাভো, ধোনি ও ম্যাথেউজ। ছবি: পিটিআই |
জামাইকায় ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙংকা-ভারত, তিন দলের অধিনায়কদের সাংবাদিক বৈঠকে অন্যরা যখন ভাল খেলার প্রতিশ্রুতি দিতে ব্যস্ত, তখন ধোনি শোনালেন তাঁর দলের এহেন হাল-হকিকত। “চাপটা সবাই মিলে সামাল দেওয়ার মানসিকতা তৈরি হয়ে গিয়েছে আমাদের মধ্যে। দলের ছেলেদের জন্য সত্যিই আমি গর্বিত।” ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশটা এখন ঠিক কেমন, তা বোঝাতে গিয়ে অধিনায়ক বলেন, “দলের কেউ সেঞ্চুরি বা হাফসেঞ্চুরি করছে আর সে জন্য তার চেয়েও বেশি খুশি হচ্ছে দলের অন্যরা ড্রেসিংরুমে এর চেয়ে ভাল পরিবেশ আর কী চাই? আমরা মাঠে নেমে যেটা খেলছি, সেটা তো আসলে একটা টিম স্পোর্টস। এর জন্য দলের ভিতরের পরিবেশটা এমনটাই থাকা খুবই জরুরি।”
প্রথম এগারোয় থাকার লড়াই যে দলের মধ্যে রয়েছে এ কথা স্বীকার করে নিয়েও ধোনি বলেছেন, “হ্যাঁ, তা তো আছেই এবং লড়াইটা খুবই ইতিবাচক। স্বাস্থ্যকর। যারা নিয়মিত খেলছে এবং যারা প্রথম এগারোর বাইরে রয়েছে, তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক। এমন নয় যে, দলের বাইরে থাকা ছেলেরা কামনা করছে, কারও চোট লাগুক বা কেউ খারাপ খেলুক, তা হলে এগারোয় তাদের জায়গা হবে। বরং সুযোগ এলে তার সদ্ব্যবহার করে তাদের যে জায়গাটা অর্জন করে নিতে হবে, এই ভাবনাটা ওদের সবার মধ্যেই রয়েছে। দলের অধিনায়ক হিসেবে আমি যে এই পরিবেশটা তৈরি করতে পেরেছি, এটাই আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আর এর প্রতিফলন তো বাইশ গজে আমাদের খেলায় পড়বেই। আর সেটাই পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন আমাদের কাছে অতীত। আবার একটা নতুন লড়াই শুরু করতে চলেছি এখানে।” |