বার্সেলোনা কিংবদন্তি জোহান ক্রুয়েফের মত ছিল, পরের মরসুমে নেইমারের সঙ্গে যথার্থ জুটি হতে পারবেন না মেসি। এমনকী তিনি এখনও বার্সার কোচ থাকলে, দলের স্বার্থে মেসিকে বিক্রি করে দিতেও নাকি দ্বিধা দেখাতেন না ক্রুয়েফ। কিন্তু ক্রুয়েফের ধারণার সম্পূর্ণ উল্টো পথে গিয়ে স্বয়ং মেসি আশ্বাস দিলেন, তাঁর এবং নেইমারের জুটি আসন্ন বার্সেলোনা মরসুমে সফল হবে। শুধু তাই নয়, বার্সার ‘পোস্টার বয়’ লিও মেসি কাতালান’স্-এ নেইমারের পাশে খেলবেন বলে ‘উত্তেজিত’!
একই সঙ্গে মেসি আবার তাঁর আর এক বার্সেলোনা সতীর্থ ইনিয়েস্তার সঙ্গে অন্য একটা ব্যাপারে দ্বিমত পোষণ করছেন। ইনিয়েস্তার ভাবনার উল্টো রাস্তায় গিয়ে মেসি বলে দিচ্ছেন, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ হোসে মোরিনহো এ মরসুমে চেলসির ম্যানেজার হিসাবেও সফল হবেন।
সেনেগলে শিশু ফুটবলারদের অ্যাকাডেমির অনুষ্ঠানে সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মেসি বলেছেন, “নেইমার যে একজন খুব ভাল ফুটবলার আমি জানি। বার্সেলোনা দলকে নেইমার আরও শক্তিশালী করবে। আমি আর নেইমার একসঙ্গে খেলব কি না সেটা কোচের উপর নির্ভর করবে। ঈশ্বরের ইচ্ছে থাকলে অবশ্যই বার্সা সমর্থকেরা মেসি-নেইমার জুটি দেখতে পাবেন। ওর সঙ্গে খেলব ভেবে আমি উত্তেজিতবোধই করছি।” |
সেনেগলে নতুন ভূমিকায়। ছবি: এএফপি |
গত মরসুমে বার্সা গোলমেশিন মেসি যদি ৫০ গোল করে থাকেন, তা হলে নেইমার স্যান্টোসের হয়ে ৪৭ করেছেন। দু’জনকে এ বার একই দলে দেখা গেলেও মেসির মতে, তাতে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার ভয় নেই। “আমাদের দলে খুব বড় মাপের অনেক ফুটবলার আছে। তা-ও আমরা বছরের পর বছর প্রমাণ করে চলেছি, আমরা একটা দল। খুব ভাল টিমগেম খেলি,” বলেন এলএম টেন। অন্য দিকে, গত মরসুম শেষে মোরিনহোর বিরুদ্ধে স্প্যানিশ ফুটবলকে নষ্ট করার অভিযোগ তুলেছিলেন ইনিয়েস্তা। কিন্তু মেসি বলছেন, “মোরিনহো খুবই ভাল কোচ। আমি মনে করি, উনি এ বার চেলসিতেও সফল হবেন।”
চ্যাম্পিয়ন্স লিগ-সহ প্রথম জার্মান ক্লাব হিসাবে বায়ার্ন মিউনিখ গত মরসুমে ত্রিমুকুট জিতলেও বিশ্ব ফুটবলের আধিপত্য জার্মানির হাতে চলে গিয়েছে সেটাও মানতে নারাজ মেসি। “বায়ার্ন ইউরোপিয়ান লিগ জিতেছে বলে সবাই বলছে জার্মানি এ বার বিশ্ব ফুটবলে রাজত্ব করবে। কিন্তু ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতা যে কোনও দলের পক্ষেই কঠিন।” আর বায়ার্নের নতুন কোচ গুয়ার্দিওলাকে তাঁর প্রাক্তন বার্সা-ছাত্রের বার্তা, “গুয়ার্দিওলা বায়ার্নের ম্যানেজার হওয়ায় ওরা আরও শক্তিশালী হলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য বার্সেলোনা সর্বশক্তি লাগিয়ে দেবে।” পরের বছর বিশ্বকাপ জেতার ক্ষেত্রে নিজের দেশ আর্জেন্তিনাকেই ‘ফেভারিট’ মনে করছেন মেসি। |