|
|
|
|
দুর্গতদের পাশে দাঁড়াতে পথে নামল স্কুল ছাত্ররা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
উত্তরাখণ্ডের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে শহর ঘুরে অর্থ সংগ্রহ করল মেদিনীপুর কলেজিয়েট (বালক) স্কুলের ছাত্ররা। সঙ্গে ছিলেন শিক্ষকেরাও। এদিন সব মিলিয়ে প্রায় ৬৫ হাজার টাকা সংগ্রহ হয়েছে। পাশাপাশি, ছাত্র-শিক্ষকরা নিজেরা প্রায় ১৫ হাজার টাকা দিয়েছেন। সংগৃহীত অর্থ উত্তরাখণ্ডের ত্রাণের জন্য পাঠানো হবে বলে স্কুল-কর্তৃপক্ষ জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাসের বক্তব্য, “আমাদের সকলেরই সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে।” |
|
উত্তরাখন্ডের দুর্গতদের সাহায্য করতে পথে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্ররা। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
উত্তরাখণ্ডের বিপর্যয় সকলের মনকেই নাড়া দিয়েছে। বহু মানুষ কোনও রকমে বেঁচে ফিরেছেন। এখনও বহু মানুষ নিখোঁজ। এঁদের মধ্যে রয়েছেন মেদিনীপুরের দেবব্রত গড়াইও। কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন। ১৬ জুন থেকে তাঁর কোনও খোঁজ নেই। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সংগঠন-সংস্থা পথে নেমেছে। ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য তাঁরা অর্থ সংগ্রহ করছেন। এতে সামিল হল মেদিনীপুর কলেজিয়েট (বালক) স্কুলের ছাত্ররাও।
শুক্রবার সকালে ১৬টি দলে ভাগ হয়ে তারা শহরের বিভিন্ন এলাকায় ঘোরে। কৌটো হাতে মানুষের কাছে গিয়ে অর্থ সাহায্য চায়। ছাত্রদের দলে ছিল অর্ঘ্য বসু, অরিত্র রায়’রা। অষ্টম শ্রেণির অর্ঘ্য, দ্বাদশ শ্রেণির অরিত্ররা বলছিল, “উত্তরাখণ্ডে কী হয়েছে, তা আমরা টিভি-খবরের কাগজে দেখেছি। কত মানুষ ঠিকানা হারিয়েছেন। সকলেরই উচিত, এমন কর্মসূচিতে সামিল হয়ে যতটুকু সম্ভব সাহায্য করা।” স্কুলের শিক্ষক দীপঙ্কর সন্নিগ্রাহী বলছিলেন, “পথচলতি কত মানুষ এগিয়ে এসে অর্থ সাহায্য করলেন। যে যাঁর সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এমন একটা কাজে যুক্ত হতে পেরে ভাল লাগছে।” স্কুল সূত্রে খবর, এ দিন সবমিলিয়ে প্রায় ৬৫ হাজার টাকা সংগ্রহ হয়েছে। পাশাপাশি, শিক্ষকেরা প্রায় ২৫ হাজার টাকা সাহায্য করেছেন। ছাত্ররা প্রায় ১৫ হাজার টাকা সাহায্য করেছেন। আজ, শনিবার স্কুল ক্যাম্পাসে একটি বাক্স রাখা থাকবে। যেখানে অর্থ সাহায্য করতে পারেন অভিভাবকেরা। সংগৃহীত সমস্ত অর্থ উত্তরাখণ্ডের ত্রাণের জন্য পাঠানো হবে। |
|
|
|
|
|