টুকরো খবর |
সরে দাঁড়ালেন নির্দল প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
ভোটে দাঁড়িয়েও শেষমেষ প্রচার পত্র বিলি করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন বাম সমর্থিত এক নির্দল প্রার্থী। ঘটনাটি ঘটেছে দাঁতন ১ ব্লকের চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিমপুর বুথে। শুধু সরে দাড়ানোই নয় বামেদের প্রার্থী পূর্ণচন্দ্র প্রামাণিক যোগ দিয়েছেন তৃণমূলেও। ওই গ্রাম পঞ্চায়েত এলাকার বরাবারই সিপিএমের দাপট থাকলেও তৃণমূলকে সরানোর লক্ষ্যে অন্য দলগুলির সঙ্গে সমঝোতা করে পূর্ণচন্দ্র প্রামাণিককে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছিল সিপিএম। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন বাগাম্বর প্রামাণিক। শুক্রবারই ওই নির্দল প্রার্থী নিমপুর বুথ এলাকায় নিজের হাতেই ছাপানো প্রচার পত্র বিলি করে ভোট থেকে সরে দাঁড়নোর কথা জানিয়েছেন। পাশাপাশি অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন সিপিএমের নিমপুর শাখা কমিটির সদস্য শম্ভু প্রামাণিকও। বামেদের তরফে সিপিএমের দাঁতন জোনাল কমিটির সম্পাদক অনিল পট্টনায়কের দাবি, “এলাকায় সন্ত্রাস করেই ওই প্রচার পত্র বিলি করতে বাধ্য করেছে তৃণমূল। ভোটে তার জবাব দেবেন এলাকাবাসী।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি বিক্রম প্রধান বলেন, “পূর্ণচন্দ্র প্রামাণিককে জোর করে প্রার্থী করেছিল ওরা। তাই তিনি নিজেই এখন প্রচার পত্র বিলি করে সরে দাড়ানোর কথা বলছেন। সন্ত্রাসের অভিযোগ মিথ্যে।” |
কমার্স কলেজে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এসএফআইয়ের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠল টিএমসিপি-র বিরুদ্ধে। ঘটনার জেরে শুক্রবার উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কমার্স কলেজ ক্যাম্পাসে। এসএফআইয়ের কলেজ ইউনিট সম্পাদক শেখ বাবলুর অভিযোগ, সদানন্দ ঘোষ নামে তাদের এক কর্মীকে কলেজ ক্যান্টিনের মধ্যে মারধর করেছে টিএমসিপির কর্মীরা। টিএমসিপি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। |
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নারী নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বিকেলে খড়্গপুর শহরের তালবাগিচায় এক মৌন মিছিল হয়। মিছিলে শিক্ষক-চিকিৎসক, লেখক, শিল্পী-সহ বিশিষ্টজনেরা পা মেলান। স্থানীয় নাগরিক সমিতির উদ্যোগে এই কর্মসূচি। |
|